লকডাউনে সরকারি গুদাম থেকে মদ পাচারের ঘটনায় উত্তপ্ত এলাকা

0
194

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

Truck | newsfront.co
গাড়ি আটকে তল্লাশি স্থানীয়দের। নিজস্ব চিত্র

লকডাউনের মধ্যেই শহর থেকে গাড়ি বোঝাই মদ নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা যায়, বাঁকুড়া শহরের ভাদুলে অবস্থিত আবগারি দফতরের গুদাম থেকে ছোট-বড় মিলিয়ে প্রায় সাতটি গাড়ি বোঝাই করে বিলিতি মদ নিয়ে যাওয়া হচ্ছিল জেলার বিভিন্ন জায়গায়।

Smuggling | newsfront.co
গাড়িতে লাগানো পোস্টার। নিজস্ব চিত্র

রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িগুলিকে একসাথে যেতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তড়িঘড়ি সন্দেহজনক গাড়িগুলিকে আটক করে বাসিন্দারা। শুধু তাই নয়, স্থানীয়দের হস্তক্ষেপে গাড়িগুলির প্রত্যেকটি থেকে উদ্ধার হয়, কয়েক হাজার নামি কোম্পানির বিলিতি মদের বোতল। এর পাশাপাশি এই ঘটনায় হাতেনাতে গাড়ি চালকদের ধরে ফেলে স্থানীয়রা।

Chandan Acharya | newsfront.co
চন্দন আচার্য, মদের দোকানের মালিক। নিজস্ব চিত্র
Police checking | newsfront.co
থানায় আটক গাড়ি। নিজস্ব চিত্র

এমনকি চালকদের ঘটনার কারণ জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়,এই সমস্ত মদ নিয়ে তাদের নিজেদের এলাকায় যাওয়ার জন্য আবগারি দফতর থেকে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। তাই এই বিদেশি নামি মদগুলি নিয়ে যাচ্ছেন। এমনকি মদগুলি নিয়ে এই লকডাউনে হোম ডেলিভারি করবেন বলেও জানান বেশ কয়েকজন।

Kashinath Shyam | newsfront.co
কাশীনাথ শ্যাম, গাড়িচালক। নিজস্ব চিত্র

এর পাশাপাশি যদিও বেশ কিছু গাড়িতে সবজি অথবা অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রীর গাড়ি বলে পোস্টার লাগানো ছিল। তবে গাড়িগুলিকে আটকে রেখে স্থানীয়রা বাঁকুড়া সদর থানায় খবর দেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে মদ বোঝাই গাড়িগুলিকে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুনঃ প্রচেষ্টা প্রকল্পের ফর্ম জমা দিতে জেলা শাসক দফতরে ভিড়

Suvas Sarkar | newsfront.co
সুভাষ সরকার, বিজেপি সাংসদ বাঁকুড়া। নিজস্ব চিত্র

তবে লকডাউনের মধ্যে এহেন ঘটনা শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই নয় বলে দাবি করেছেন বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার। যদিও এ বিষয়ে তিনি বলেন, ইদানিং এই সমস্ত বিদেশী মদের ৩০শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। তাই সুকৌশলে কিছু অসৎ প্রশাসনিক আধিকারিক এবং শাসক দলের বেশ কিছু সদস্যের যোগাযোগের জন্যই, এই সমস্ত গুদামে জমে থাকা বিদেশি মদ বাইরে পাচার করে দেওয়ার চেষ্টা হচ্ছে।

Sadhan Brhmachari | newsfront.co
সাধন ব্রহ্মচারী, এলাকাবাসী। নিজস্ব চিত্র

পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, যেখানে দেশ জুড়ে লকডাউন চলছে। সেই সময় এই রকম অবস্থায় কিভাবে সরকারি গুদাম থেকে এইভাবে গাড়ি বোঝাই করে এই মদ পাঠানো হচ্ছিল, এবং কে বা কারা এর পিছনে রয়েছেন তা তদন্ত হওয়া দরকার। পাশাপাশি এই ঘটনায় প্রশাসন এবং শাসকদলের মদত রয়েছে বলেও অভিযোগ করেন সাংসদ।

Shymal Satra | newsfront.co
শ্যামল সাঁতরা, পঞ্চায়েত প্রতিমন্ত্রী। নিজস্ব চিত্র

অপরদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন,” বিষয়টি তার জানা নেই। তবে এই ধরনের কোন ঘটনা ঘটে থাকলে সে বিষয়ে যাতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়, তা সংশ্লিষ্ট জায়গায় জানানো হবে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here