শনিবার টোটো বিস্ফোরণ কান্ডের তদন্তে মালদহে আসছে ফরেনসিক বিশেষজ্ঞের দল

0
61

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহে টোটো বিস্ফোরণ কান্ডে মৃত চালকের পরিবার সিবিআই তদন্তের দাবি তুলেছে। আগামীকাল, শনিবার মালদহে টোটো বিস্ফোরণকান্ডে সেন্ট্রাল ফরেনসিকের একটি দল আসছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে বুধবার বিকালে মালদহ শহরের ঘোড়াপীরের রাজ্য সড়কে বিস্ফোরণের ঘটনার পর পুরো এলাকাটি ঘিরে দিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। তদন্ত শুরু করেছে সিআইডির কর্তারাও।

blast | newsfront.co
ফাইল চিত্র

যদিও তদন্তকারী পুলিশ কর্তাদের দাবি টোটোর ব্যাটারি ফেটে এই দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু পুলিশের এই দাবি মানতে চাইছেন না সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

গোয়েন্দা দফতর এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, টোটোর চালক যে আসনে বসে গাড়ি চালাচ্ছিলেন, মূলত সেইখানে বিস্ফোরণ ঘটেছে। যার কারণে, ওই টোটো চালকের দেহ ছিন্নভিন্ন হয়ে রাস্তায় ছিটিয়ে পড়ে। বিস্ফোরণের সময় রাস্তার ধারের ২০ ফুট উঁচু একটি টালির চালে ওই টোটো চালকের মুন্ডু গিয়ে পড়ে। এটিও বারবার পুলিশ ও গোয়েন্দা কর্তাদের ভাবিয়ে তুলেছে।

আরও পড়ুনঃ টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে উত্তেজনা রায়দিঘিতে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত টোটো চালকের নাম ইসমাইল সেখ (৩০)। তার বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মোত্তর গ্রামে। মালদহ শহরের বাগবাড়ি এলাকার একটি কারখানা থেকে প্লাইউডের কিছু সরঞ্জাম নিয়ে মধুঘাট এলাকার এক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতো ওই টোটো চালক।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, টোটো বিস্ফোরণকান্ডে ঘটনার তদন্ত চলছে। সেন্ট্রাল ফরেনসিক দলকে ডাকা হয়েছে, তারা আসছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here