হাতির হামলায় মৃত যুবকের পরিবারকে ক্ষতিপুরণ বন দফতরের

0
18

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের অন্তর্গত ভীমপুর অঞ্চলের আমজোড় গ্রামে গত ২৬ মে রাতে মোবাইলে গেম খেলায় মত্ত থাকার সময় হাতির আক্রমণে মৃত্যু হল রথীন মান্না নাম এক যুবকের। শনিবার মৃতের পরিবারের হাতে রাজ্য সরকারের বনদফতরের উদ্যোগে তিন লক্ষ টাকার প্রাথমিক অনুদান তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নেপাল সিংহ।

Help | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়া উপস্থিত ছিলেন পিড়াকাটা রেঞ্জের রেঞ্জ অফিসার পাপন মোহন্ত, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, সহসভাপতি বুলবুল হাজরা প্রমুখ । বনদফতরের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে আরো সাহায্য প্রদান করা হবে । সেই সঙ্গে গ্রামবাসীদের হাতির বিষয়ে সজাগ ও সচেতন থাকার আবেদন জানান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নামে ফেসবুকে অসম্মানজনক পেজ খোলায় গ্রেফতার বাম ছাত্র নেতা

তিনি বলেন, ‘হাতি গ্রামে এলে আপনারা বন দফতরকে জানাবেন। কেউ হাতিকে উত্যক্ত করবেন না।বন দফতর আপনাদের প্রয়োজনীয় সাহায্য করবে।সেই সঙ্গে তিনি ওই এলাকার সকলকে সজাগ থাকার আবেদন জানান। নেপালবাবু হাতির হামলায় মৃত যুবকের পরিবারকে সমবেদনা জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here