নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বনদপ্তরের পক্ষ থেকে খাঁচা বসানো হল মাদারিহাটে বুধবার তুলসীপাড়া, লঙ্কাপাড়া ও রামঝোরা। জানা গেছে, গ্যা রগেণ্ডা , হাণ্টাপাড়া এই বাগানগুলিতেও খাঁচা বসানো রয়েছে।
উল্লেখ্য, গ্যা রগেণ্ডা চা বাগানের এক কিশোরীর ঘাড় ধরে টেনে চা বাগানে নিয়ে যায় লেপার্ড এবং পরবর্তীতে চা বাগানের ভিতর থেকে উদ্ধার হয় সেই কিশোরীর মৃতদেহ এই ঘটনা ঘটার পর বাগানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে শ্রমিকরা বাগানে কাজ করতে যেতে ভয় পাচ্ছে ।
আরও পড়ুনঃ অসমে স্বাভাবিক ইন্টারনেট-ফোন পরিষেবা, শিক্ষাপ্রতিষ্ঠান চালুর সম্ভাবনা ২৩ তারিখ
তুলসিপাড়া চা বাগানের ম্যা নেজার ধীরেন্দ্র ওঝা জানান, যে সবাইকে সতর্ক করা হয়েছে যে ঝোপঝাড় এলাকায় যাতে কেউ না যায় এবং একলা না যায়। এছাড়া যেখানে শ্রমিকরা কাজ করবে সেখানে আগে পটাকা ফাটানো হচ্ছে তারপর শ্রমিকদের সেখানে কাজে লাগানো হচ্ছে।
এদিকে বনদপ্তেরর লঙ্কাপাড়া রেঞ্জ অফিসার বিশ্বজিৎ বিশয়ী জানান, “যে বেশ কিছু বাগানে আগের থেকে খাঁচা বসানো আছে এছাড়া আরো নতুন করে খাঁচা বসানো হচ্ছে এছাড়া ট্রাঙ্কুলাইজ টিম ও তৈরি হচ্ছে চেষ্টা চালানো হচ্ছে যাতে অতি শীঘ্র ঘাতক লেপার্ডটিকে খাঁচাবন্দী করা যায়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584