হাতির হানায় মৃতদের পরিবারের হাতে চেক তুলে দিল বনদপ্তর  

0
23

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

হাতির হানায় মৃত ব্যক্তির স্ত্রীর হাতে তিন লক্ষ টাকার চেক তুলে দেয় বনদপ্তর l মেদিনীপুর বনবিভাগের আধিকারিকরা সোমবার সন্ধ্যায় মেদিনীপুর বনবিভাগের চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুজিত পণ্ডা হাতির হানায় মৃত ফটিক মাহাতোর স্ত্রীর হাতে তিন লক্ষ টাকার চেক তুলে দেন।

check distribute | newsfront.co
মৃত পরিবারের হাতে চেক। নিজস্ব চিত্র

প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসে চাঁদড়া রেঞ্জ এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল ফটিক মাহাতো নামে এক গ্রামবাসীর l এর আগেও জানুয়ারী মাসে ভীমপুর গ্রামে বিজয় মাহাতো, নয়াবসত গ্রামে অজিত নায়েক, আনন্দপুর গ্রামে শিবু হেমরম, ঢেঙ্গাশোল গ্রামে কালিপদ মাহাতো এবং বিষ্ণুপুর গ্রামে অমল ঘোষ হাতির হানায় প্রাণ হারান l

আরও পড়ুনঃ শালবনীর প্রান্তিক পরিবারকে বাচ্চা মুরগি, ছাগল ও গাভী প্রদান প্রাণীসম্পদের

বনদপ্তর সূত্রে জানা গেছে, তাদের প্রত্যেকের পরিবারের হাতে বনদপ্তরের নিয়ম অনুসারে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে l

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here