হাতিকে উত্ত্যক্ত করতে নিষেধ করে পোস্টারিং বনদফতরের

0
139

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর,শালবনি, গড়বেতা, চন্দ্রকোনা রোড, গোয়ালতোড়,কেশপুর ও চন্দ্রকোনা টাউন এলাকায় হাতির হামলার ঘটনা অব্যাহত রয়েছে। হাতির আনাগোনা আগের থেকে বেড়েছে। যার ফলে বিরক্ত এলাকার বাসিন্দারা।

forest department poster | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু হাতিকে বিরক্ত করলে হাতি এলাকায় ক্ষতি করবে সে কথা বন বিভাগের পক্ষ থেকে বারবার সতর্ক করে ওই এলাকার মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। তা সত্ত্বেও একশ্রেণীর মানুষ হাতির যাত্রাপথে হাতিকে উত্ত্যক্ত করে বিরক্ত করে বলে অভিযোগ। যার ফলে হাতির পাল ঘুরে এসে ফসলের ক্ষতি করে এমনকি প্রাণহানির ঘটনাও ঘটায়।

আরও পড়ুনঃ মাছি মারতে গিয়ে বিস্ফোরণ! পুড়ল বাড়ি

guidelines | newsfront.co
পোস্টারিং। নিজস্ব চিত্র

তবুও হাতিকে উত্ত্যক্ত করার ঘটনা বন্ধ হয়নি। তাই বন দফতরের পক্ষ থেকে মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল থানার এনায়েতপুর,মনিদহ, গুড়গুড়িপাল সহ বিভিন্ন এলাকায় হাতিকে উত্ত্যক্ত করতে নিষেধ করে পোস্টারিং করা হয়েছে।

আরও পড়ুনঃ খেজুরিতে মৎস্যজীবীদের জালে মাছের বদলে উঠল বাচ্চা কুমির

বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে হাতির যাত্রা পথে হাতির দলকে বাধা না দেওয়ার আবেদন করা হয়েছে। মনিদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জন বেরা বলেন, “গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। সেই সঙ্গে হাতিকে উত্ত্যক্ত না করার জন্য আবেদন জানিয়ে পোস্টারিং করা হয়েছে। হাতি কে উত্ত্যক্ত করলে হাতি বিরক্ত হয়ে মানুষের ক্ষতি করতে পারে। তাই সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার জন্য আবেদন জানিয়ে পোস্টারিং করা হয়েছে জঙ্গল ঘেরা গ্রামগুলির বিভিন্ন এলাকায়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here