নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
এমনি কি আর বলে বাঘের মাসি! এই মাসির বাচ্চা একটি নয়দের নিয়ে বরিবার তোলপাড় হয়ে গেল পাঞ্জিপাড়া। ছুটে বেড়ালেন পুলিশ থেকে বন কর্মীরা। হুলুস্থুল কান্ডের পরে দেখা গেল বাঘের মাসির চার বাচ্চার। গ্রামে রটে গিয়েছিল, একসঙ্গে চারটি বাঘের বাচ্চা ঢুকে পড়েছে ভুট্টাক্ষেতে। এই খবর চাউর হতেই গ্রামের বাসিন্দারা ওই বাঘের বাচ্চাদের দেখার জন্য ছুটে এসেছেন। সামাজিক দূরত্বের কোন তোয়াক্কা না করেই ভিড় উপচে পড়ে এলাকায়।।
করোনা সংক্রমনের কথা ভুলে গিয়ে বাঘ দেখতে জড়ো হলো কৌতুহলী মানুষ। রবিবার গোয়ালপোখর এক ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের সাতভিটা এলাকায়।
পুলিশ ও এলাকার বাসিন্দাদের সহযোগিতায় চারটি প্রাণীকে শেষপর্যন্ত বন্দি করে নিয়ে আসা হয় পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়িতে। তবে বাঘের মতো দেখতে হলেও সেগুলো যে বাঘের বাচ্চা নয় তা অবশ্য পরিষ্কার করে দিয়েছেন বন দফতরের আধিকারিকরা।
আরও পড়ুনঃ করোনা সৈনিকদের জন্য সুরক্ষা সামগ্রী দিল লায়ন্স ক্লাব
খবর পেয়ে চোপড়া থেকে সেখানে পৌঁছান চোপড়া বনদপ্তর এর রেঞ্জার সঞ্জীব সাহা। তিনি জানান, সাধারণ মানুষ ভুল করে সেগুলিকে বাঘের বাচ্চা মনে করেছে। কারণ ওইগুলো বনবিড়ালের ছানা। কোনভাবে ঢুকে পড়েছে ভুট্টা ক্ষেতে। ওই বন বিড়ালের ছানাগুলিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584