নয়া কৌশলে খাঁচা বন্দী চিতা

0
121

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ফের বন দপ্তরের পাতা ফাঁদে খাঁচা বন্দী চিতা বাঘ। তবে এবারের বন দপ্তরের নয়া কৌশলে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের তুলসিপাড়া চা বাগান থেকে খাঁচাবন্দী হল পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। জানা গেছে, তুলসিপাড়া চা বাগানের ৩ নং সেকশনের মাঝের থেকে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দী হয় এই স্ত্রী চিতা বাঘটি।

cheetah in trapped | newsfront.co
খাঁচা বন্দী চিতা। নিজস্ব চিত্র

গত ১৪ ই ফেব্রুয়ারি বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হয়েছিল একটি পুরুষ চিতাবাঘ। আলিপুরদুয়ার জেলার তুলসীপাড়া চা বাগানে খাঁচাবন্দী হয় একটি আনুমানিক আড়াই-তিন বছর বয়সী পুরুষ চিতা বাঘ।

toy tiger | newsfront.co
পুতুল বাঘ । নিজস্ব চিত্র

বনদপ্তরের পাতা খাঁচায় তুলসীপাড়া চা বাগানের ৩ নং সেকশন থেকে খাঁচাবন্দী হয় চিতা বাঘটি। তখনই বন দপ্তরের কর্মীদের ভাবনায় উঠে আসে যখন ওই আড়াই-তিন বছর বয়সী পুরুষ চিতা বাঘ খাঁচাবন্দী হয়েছে, তখন হয়ত তার মা চিতাও বাগানে রয়েছে। তাই মা চিতা বাঘকে খাঁচাবন্দী করতে বনদপ্তর অভিনব কায়দা অবলম্বন করতে শুরু করেন।

আরও পড়ুনঃ ‘দিদিকে বলো’-তে ফোন করে চাকরি শিলিগুড়ির শুভঙ্করের

সাধারণ খাঁচায় টোপ হিসেবে ছাগলকে রাখা হয় কিন্তু, এবার খাঁচাবন্দী করতে বনদপ্তর টোপ হিসেবে খুদে চিতা বাঘের পুতুল ব‍্যবহার করা হয়। কারন মা চিতা বাঘ তার ছানাকে খুঁজতে বের হবেই এবং তাতেই কেল্লা ফতে।

সোমবার খাঁচাবন্দী হয়ে পড়ল মা চিতা বাঘ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে সংশ্লিষ্ট বাগানের শ্রমিকরা কাজে যোগ দিতে এসে লক্ষ‍্য করে খাঁচাবন্দী হয়েছে একটি চিতা বাঘ। সাথে সাথে তারা বনদপ্তরের লঙ্কাপাড়া রেঞ্জে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা পৌঁছে খাঁচাবন্দী চিতা বাঘটিকে উদ্ধার করে।

বন দপ্তরের লঙ্কাপাড়া রেঞ্জ সূত্রে খবর, “উদ্ধার হওয়া চিতা বাঘটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র‌‌‌ পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here