বর্ষার মধ‍্যে জঙ্গলের কিছু জায়গা খোলার ভাবনা বনদফতরের

0
33

নিজস্ব সংবাদাতা, আলিপুরদুয়ারঃ

পর্যটকদের কথা চিন্তা করে বর্ষার মধ‍্যে জঙ্গলের কিছু কিছু জায়গা ভ্রমণ – পিপাসুদের জন‍্য খুলে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। এই বিষয়ে আগামীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শনিবার রাজাভাতখাওয়াতে এসে জানালেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

buxa tiger reserve | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার রাজাভাতখাওয়া এনআইসিতে বনদফতরের আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বনমন্ত্রী এবং পরবর্তীতে ফরেস্ট ডেভেলপমেন্ট করপোরেশনের সাথেও একটি বৈঠক করেন বনমন্ত্রী। এদিন আলিপুরদুয়ার জেলার পর্যটন ব‍্যবসায়ীরা বনমন্ত্রীকে একটি দাবিপত্র পেশ করেন।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শিখ পূণ্যার্থীদের জন্য ২৯শে জুন খুলছে কর্তারপুর শাহিব গুরুদ্বার: পাকিস্তান

পর্যটন ব‍্যবসায়ীরা জানান, “আমরা আবেদন রেখেছি পর্যটন ব‍্যবসার জন‍্য কিছু কিছু জায়গা পর্যটকদের খুলে দেওয়া হোক। যেমন, রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী অবধি, মাদারিহাটের ট্রলি লাইন, এবং মাদারিহাট থেকে হলং বাংলো অবধি এছাড়া চিলাপাতা কিছু জঙ্গলের অংশ পর্যটকদের জন‍্য খুলে দেওয়া হোক।”

এই বিষয়ে বনমন্ত্রী জানান, “আমরা আগামীতে কিছু কিছু জায়গায় জঙ্গলে ছুট দেওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু এই মুহূর্তে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here