নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ভয়াবহ অগ্নিকাণ্ড জলদাপাড়া জাতীয় উদ্যানে। আমাজনের পর এবার দাবানলের রূপে আগুনে জ্বলছে জলদাপাড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল।
সূত্র, শতাধিক ক্ষতির আশংকা এক শৃঙ্গ গন্ডারের পাশাপাশি জলদাপাড়া জাতীয় উদ্যানের বেশিরভাগ বন্যপ্রাণীর।
আরও পড়ুনঃ হাতির হানায় অতিষ্ট চা বাগান শ্রমিকরা
তবে এখনো পর্যন্ত বন্যপ্রাণী ও বনাঞ্চলের কতখানি ক্ষতি হয়েছে এবং এই ভয়াবহ অগ্নিকান্ড পরিবেশের ভারসাম্যের উপর কতখানি প্রভাব ফেলতে চলেছে সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক কোন তথ্য জানা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় বিশাল উদ্বেগে বনদপ্তর। এই মুহূর্তে দমকল সহ বনদপ্তরের কর্মীরা অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনতে চালাচ্ছে আপ্রাণ প্রচেষ্টা ।
তবে অগ্নিকান্ডে বড় ধরনের জীব জন্তু মারা যাওয়ার খবর না পাওয়া গেলেও বিভিন্ন প্রজাতির সরীসৃপ ও কীটপতঙ্গ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584