বন্যপ্রাণীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান বনমন্ত্রীর

0
46

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ডুয়ার্স এর চা বলয়ে চা বাগান কর্তৃপক্ষ সম্প্রতি তাদের চা বাগান কে রক্ষা করার জন‍্য পাউয়ার ফেনশিন ও ব্লেট-ওয়ার ব‍্যবহার করছে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন‍্যপ্রাণ এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে রাজ‍্যের বনমন্ত্রী।ডুয়ার্স মানে জঙ্গল ও চা বাগান আর ডুয়ার্স এর অধিকাংশ জঙ্গল লাগোয়া অনেক চা বাগান রয়েছে সে বক্সা জঙ্গল লাগোয়া ও চা বাগান রয়েছে এবং জলদাপাড়া বনাঞ্চল ঘেষাও চা বাগান রয়েছে।

নিজস্ব চিত্র

আর বন‍্যপ্রাণ মাঝে মাঝেই জঙ্গল থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া চা বলয়ে ঢুকে পড়ে।ডুয়ার্স এর চা বলয়ে আসলে দেখা যাবে চা বাগানের ভিতরে হাতির দল , বাইসন, লেপার্ড থেকে শুরু করে নানান ধরনের প্রাণী বিচড়ণ করছে বন‍্যপ্রাণ দের স্বভাব তারা ঘুড়ে বেড়ায় । সম্প্রতি ডুয়ার্স এর বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষ তাদের চা বাগানের সীমানায় ব্লেট ওয়ার দিয়ে ফেনশিন দিচ্ছে আর এটা এমন ধরনের ব্লেট ওয়ার যে এতে বন‍্যপ্রাণী আহত হচ্ছে।

নিজস্ব চিত্র

এর ফলে বন‍্যপ্রাণ এর স্বভাব কে বাধা প্রয়োগ করা হচ্ছে এবং এতে বিপন্ন হতে পারে বন‍্যপ্রাণ এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে রাজ‍্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন সম্প্রতি আলিপুরদুয়ার মাদারিহাট এ এক অনুষ্ঠানে যোগদান দিতে এসে এই আশঙ্কা করেছে বনমন্ত্রী।

বনমন্ত্রীর বক্তব্যঃ

রাজ‍্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানান মানুষ তাদের প্রয়োজন তাগিদে চা বাগান করেছে আর চা বাগানে সম্প্রতি এই ব্লেট ওয়ার ব‍্যবহার ফলে আহত হচ্ছে বন্যপ্রাণী, তাদের যে স্বভাবগত প্রকৃতি ঘুড়ে বেড়ানোর তাতে বাধা সৃষ্টি হচ্ছে এবং এর ফলে লোকালয়ে বন্যপ্রাণী চলে আসছে এমন হতে থাকলে জীববৈচিত্র্য নষ্ট হবে তিনি এই বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ হবার জন‍্য আহ্বান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here