নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
শনিবার চতুর্থী ফালাকাটা মসল্লাপট্টি সর্বজনীন দুর্গা পূজার শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন,এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাংসদ দশরথ তীরকি,ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী, ফালাকাটা থানার আই,সি,সৌম্যজিৎ রায়, এছাড়াও বিশিষ্ট ব্যক্তি বর্গ।এবারের থিমে থাকছে পাখিদের স্বাধীনতা নিয়ে চিন্তাভাবনা জাপানের আরিগামি শিল্পের অনুকরণে বিভিন্ন ধরনের পাখি এবং খাঁচা দিয়ে তৈরি পূজা মন্ডপ।
এছাড়া রয়েছে বাঁশ এবং বিভিন্ন ঘরোয়া জিনিসপত্রের কাজ।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন,ফালাকাটা মসল্লাপট্টি দুর্গোৎসব দুর্গাপূজার কমিটির পুজোর এই থিম সম্পর্কে সাধুবাদ জানান তিনি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় পাখি নিয়ে সরকারিভাবে কলকাতায় বিভিন্ন পূজা মন্ডপে টেবলো বের করা হয়,মানুষকে পশু পাখিদের শৃঙ্খলা বদ্ধ জীবন না দেওয়ার জন্য এই বার্তা যেন জনসাধারণের কাছে দ্রুত পৌঁছায়।
আরও পড়ুনঃ পূজামণ্ডপের শুভ সূচনা করলেন কোয়েল মল্লিক,উপস্থিত শিক্ষামন্ত্রী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584