মেদিনীপুর সমন্বয় সংস্থার খড়্গপুর আঞ্চলিক ইউনিট গঠন

0
45

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর:

মেদিনীপুর সমন্বয় সভার খড়্গপুর আঞ্চলিক ইউনিটে প্রথম সভা অনুষ্ঠিত হয় খড়্গপুর রেল শহরের বিখ্যাত বিদ্যালয় সাউথ সাইড উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে। রবিবার আয়োজিত এই সভার শুরুতে বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সংস্থার সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার ও যুগ্ম-সম্পাদক শুভেন্দু রায়।

Swami Vivekananda
নিজস্ব চিত্র

এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিমূর্তিতে মাল্যদান করেন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার সূচনা করেন সংস্থার আজীবন সদস্য ও ইশরোর প্রখ্যাত বিজ্ঞানী ডঃ প্রশান্ত গুছাইত। স্বাগত ভাষণে সংস্থার যুগ্ম-সম্পাদক শুভেন্দু রায় মেদিনীপুর সমন্বয় সংস্থার ও মেদিনীপুর ভবন নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।তারপর খড়্গপুর আঞ্চলিক ইউনিট গঠনের প্রয়োজনীয়তার কথা সহ সংস্থার গুরুত্বের কথা বিস্তৃতাকারে তুলে ধরেন সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার মহাশয়।

নিজস্ব চিত্র

এছাড়া বক্তব্য রাখেন ঝাড়গ্ৰাম জেলা হেড পোস্ট অফিসের পোস্ট মাস্টার অভিজিৎ সাইন, খড়্গপুর সুভাষপল্লী জনকল্যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন নাগ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্ৰাম জেলার ডগ স্কোয়াডের হেড মানিক সাহু প্রমুখ। অনুষ্ঠানের মাঝে একটি সুন্দর নৃত্য পরিবেশন করে ছোট্ট শ্রেয়শী মাল। আজ যে নতুন কমিটি গঠিত হল তার সভাপতি মনোনীত হন ইসরোর প্রখ্যাত বিজ্ঞানী ড.প্রশান্ত গুছাইত ও কার্যকরী সভাপতি হিসেবে মনোনীত হন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ বি কে সিংহ।

সম্পাদক হিসেবে মনোনীত হন অল ইন্ডিয়া মণীষী ফাউন্ডেশনের জাতীয় আহ্বায়ক ও দক্ষিণ-পূর্ব রেলওয়ে খড়্গপুরে কর্মরত বিশিষ্ট সমাজসেবী প্রাণাশীষ মাল এবং কোষাধ্যক্ষ পদে মনোনীত হন অমিত মণ্ডল। এছাড়া তিন সহ-সভাপতি ও চার সহ-সম্পাদক সহ একুশ জনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। পাশাপাশি বিশিষ্ট লেখক জলদ বরণ দাস, দক্ষিণ-পূর্ব রেলওয়ে খড়্গপুরে কর্মরত ঝন্টু মণ্ডল,আনন্দ রাও, বিভাস কানুনগো, জয়ন্ত কুমার মণ্ডল, গৌতম কুমার ঘোষ সহ নয় জনের উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়।

এই সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর আঞ্চলিক ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা, দক্ষিণ কোলকাতা আঞ্চলিক ইউনিটের সম্পাদক সুব্রত কুমার মাঝি, কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম-সম্পাদক অমিত কুমার সাহু, বিশিষ্ট শিক্ষক নরসিংহ দাস। এদিনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রায় তিরিশ জন এই সভায় উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্তি হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস। সভা থেকে ২১ জনের কার্যকরী সদস্যর মধ্যে ১৭ জনকে এখন নির্বাচিত করা হয়, পরবর্তী পর্যায়ে আরও ৪ জনকে কাজের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে। কার্যকরী কমিটির অফিস বেয়ারার হলেন –

সভাপতি – ডঃ প্রশান্ত গুছাইত
কার্যকরী সভাপতি – ডাঃ বি কে সিংহ
সহ সভাপতি – অভিজিৎ সাইন
সহ সভাপতি – মৃণালকান্তি মাইতি
সহ সভাপতি – ড. মদন নাগ
সম্পাদক – প্রাণাশীষ মাল
সহ সম্পাদক – জয়দীপ ব্যানার্জী
সহ সম্পাদক – শঙ্কর মাল
সহ সম্পাদক – মানিক সাহু
কোষাধ্যক্ষ্য – অমিত মণ্ডল
সদস্য – সোমনাথ জানা
সদস্য – নন্দা চৌধুরী
সদস্য – তপন কুমার সাহু
সদস্য – আনন্দ রায়
সদস্য – সুস্মিতা মহাপাত্র
সদস্য – চন্ডী চরণ সাঁতরা
সদস্য – সমীর ভট্টাচার্য্য

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here