করোনায় প্রয়াত দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল তথা পদ্মবিভূষণ সোলি সোরাবজি

0
82

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল তথা পদ্মবিভূষণ সোলি সোরাবজি (৯১)। পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

Soli Sorabjee | newsfront.co
সোলি সোরাবজি । ছবি সৌজন্যেঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

১৯৩০সালে মুম্বাইয়ে জন্মগ্রহন করেন। ১৯৫৩ সাল থেকে বোম্বে হাইকোর্টে আইনি প্র্যাক্টিস শুরু করেন তিনি। ১৯৭১ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র কাউন্সিল হিসেবে মনোনীত হন। এরপর দেশের সর্বোচ্চ আইন অফিসার অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও সামলেছেন তিনি, প্রথমে ১৯৮৯-৯০ এবং পরে ১৯৯৮-২০০৪ পর্যন্ত। ১৯৯৭ সালে নাইজেরিয়ার জন্য ইউএন স্পেশাল রেপার্টর হিসেবেও নিযুক্ত হন সোরাবজি।

আরও পড়ুনঃ অবিলম্বে নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ মার্কিন প্রশাসনের

মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার জন্য ২০০২ সালে পদ্মবিভূষণে ভূষিত হন তিনি। তার মৃত্যুতে আইনি মহলে নেমে এসেছে শোকের ছায়া। টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here