নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল তথা পদ্মবিভূষণ সোলি সোরাবজি (৯১)। পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
১৯৩০সালে মুম্বাইয়ে জন্মগ্রহন করেন। ১৯৫৩ সাল থেকে বোম্বে হাইকোর্টে আইনি প্র্যাক্টিস শুরু করেন তিনি। ১৯৭১ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র কাউন্সিল হিসেবে মনোনীত হন। এরপর দেশের সর্বোচ্চ আইন অফিসার অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও সামলেছেন তিনি, প্রথমে ১৯৮৯-৯০ এবং পরে ১৯৯৮-২০০৪ পর্যন্ত। ১৯৯৭ সালে নাইজেরিয়ার জন্য ইউএন স্পেশাল রেপার্টর হিসেবেও নিযুক্ত হন সোরাবজি।
In passing of Soli Sorabji, we lost an icon of India's legal system. He was among select few who deeply influenced evolution of constitutional law & justice system. Awarded with Padma Vibhushan, he was among most eminent jurists. Condolences to his family & associates: President pic.twitter.com/JHNaL8W0oW
— ANI (@ANI) April 30, 2021
আরও পড়ুনঃ অবিলম্বে নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ মার্কিন প্রশাসনের
মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার জন্য ২০০২ সালে পদ্মবিভূষণে ভূষিত হন তিনি। তার মৃত্যুতে আইনি মহলে নেমে এসেছে শোকের ছায়া। টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584