অর্ণবের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হতেই হাসপাতালে ভর্তি পার্থ

0
172

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীর সঙ্গে বার্কের প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তর হোয়াটস অ্যাপ চ্যাট ফাঁস হতেই তোলপাড় জাতীয় রাজনীতিতে। এরপরেই আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পার্থ দাশগুপ্ত।

Arnab Goswami | newsfront.co
কোলাজ চিত্র

সংবাদ সূত্রে জানা গিয়েছে, জে জে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়াবেটিসের ওষুধ না নেওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি,তবে আপাতত কিছুটা স্থিতিশীল তিনি। টিআরপি কেলেঙ্কারিতে অভিযুক্ত বার্কের প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তকে গত মাসেই গ্রেপ্তার করে পুলিশ। তার আগে গ্রেপ্তার করা হয়েছিল বার্কের সিইও রোমিল রামাগরিহাকে ।

টেলিভিশন রেটিং পয়েন্টে কারচুপি করে রিপাবলিক টিভিকে শীর্ষে নিয়ে যাওয়ার নেপথ্যে হাত ছিল এই দুজনের। অর্ণব গোস্বামীর সঙ্গে পার্থ দাশগুপ্তর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ টিআরপি কেলেঙ্কারিতে নতুন মাত্রা! সোশ্যাল মিডিয়ায় ফাঁস গোপন হোয়াটসঅ্যাপে চ্যাটের স্ক্রিনশট

হোয়াটস্‌ অ্যাপে পার্থ দাশগুপ্তর সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের নেতা-মন্ত্রী সহ প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার প্রসঙ্গ বারে বারে উল্লেখ করেছেন অর্ণব গোস্বামী।

ওই চ্যাট থেকে সামনে এসেছে, বার্কের গোপন নথি, চিঠিপত্র অর্ণবকে পাঠিয়েছিলেন পার্থ দাশগুপ্ত। তা নিয়ে জলঘোলা হতেই রিপাবলিকের সম্পাদকের কাছে সাহায্য চেয়েছিলেন প্রাক্তন বার্ক সিইও। আশ্বাসও দিয়েছিলেন অর্ণব। বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলবেন এ ব্যাপারে।

আরও পড়ুনঃ রঞ্জন গগৈকে মামলার মধ্যস্থাকারীর দায়িত্ব সুপ্রিম কোর্টের

কিছু মেসেজে দেখা গেছে, ট্রাই-এর নতুন সংস্কারের কথা অর্ণবকে জানাচ্ছেন পার্থ দাশগুপ্ত। ওই সংস্কার আনা হলে রিপাবলিক টিভি চ্যানেলের পাশাপাশি বিজেপিরও বিরাট ক্ষতি হবে বলে জানিয়েছেন তিনি। ট্রাই যাতে কোনওভাবেই সেই সংস্কার আনতে না পারে, তার জন্য অর্ণবকে তিনি পরামর্শ দিয়েছেন বিজেপি মন্ত্রী মহলে নিজের প্রভাব খাটিয়ে অর্ণব যেন ওই সংস্কার আটকান , নাহলে ক্ষতি অর্ণবের ,একই সঙ্গে বিজেপিরও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here