প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক গোপাল বসু

0
80

স্পোর্টস ডেস্কঃ-

ভারতীয় ক্রিকেটে বাংলার বঞ্চনার অন‍্যতম মুখ গোপাল বসু ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে আজ রবিবার ভোর বেলায় লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছেলের কাছে লন্ডনে সস্ত্রীক ছুটি কাটাতে গিয়ে বুকে ব্যাথা করায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আইসিসিইউতে থাকার পর গতকাল তাঁর অবস্হার অবনতি হতে শুরু করে। অবশেষে আজ ভোরে হার মানেন।

প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলার হয়ে ৭৮টি ম্যাচে ৩৭৫৭ রান করেন। তার মধ্যে সর্বোচ্চ ১৭০ রান,এছাড়াও ১৭টি অর্ধশতরান ও ৮টি শতরান রয়েছে তাঁর৷

১৯৭৪ সালে বাংলার এই ব‍্যাটসম‍্যান ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে স্থান পেলেও কোনো ম‍্যাচে খেলার সুযোগ পাননি। এরপর আর কোনদিন ভারতীয় দলে রহস‍্যজনকভাবে সুযোগ পাননি।
তবে বাংলার ক্রিকেটকে অনেক কিছু দিয়ে গেছেন তিনি। অবসরের পর কোচ হিসাবে অনেক ভালো মানের ক্রিকেটার উপহার দিয়ে গেছেন বাংলাকে।

(ফিচার ছবি- Independent24x7)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here