রাস্তার দাবীতে পঞ্চায়েত দফতরে তালা

0
69

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুরঃ

Lock in the panchayat office
নিজস্ব চিত্র

কাঁচা রাস্তা পাকা করার দাবী তুলে পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থানার কামাড়পাড়া এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ অমৃখন্ড গ্রামপঞ্চায়েতের কামাড়পাড়া থেকে চকমাধব পর্যন্ত চার কিলোমিটার রাস্তার পরিস্থিতি খুবই খারাপ।গত বন্যায় রাস্তা হাল চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

Lock in the panchayat office
ক্ষোভ।নিজস্ব চিত্র

বারবার পঞ্চায়েত থেকে শুরু করে জেলাশাসকের নজরে আনলেও তাদের কাঁচা রাস্তা এখনও পাকা না হওয়ায় এদিন সকাল থেকে দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে।গ্রামবাসীদের দাবী কাঁচা রাস্তা অতি শীঘ্র পাকা করার সদুত্তর না পাওয়া পর্যন্ত পঞ্চায়েত দপ্তরের তালা খোলা হবে না।পঞ্চায়েত দপ্তরের কর্মীরা জানান রাস্তার সমস্যা না মেটানোর আশ্বাস যতক্ষন পর্যন্ত গ্রামবাসীরা  না পাচ্ছেন ততক্ষন তারা দপ্তরের তালা খুলবেন না জানিয়েছেন।

আরও পড়ুনঃ দূরভাষ কেন্দ্র দফতরের দরজায় তালা ঝোলালেন বাড়ির মালিক

Lock in the panchayat office
নিজস্ব চিত্র

তিনি আরও জানান গত পঞ্চায়েত ভোটে এই এলাকার গ্রামবাসীরা রাস্তার দাবী তুলে ভোটও বয়কট করেছিলেন।তাতে কাজ না হওয়ায় আজ আবার দপ্তরে তালা ঝুলালো গ্রামবাসীরা।পঞ্চায়েত থেকে বিষয়টি সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো হয়েছে,তিনি না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা। দীর্ঘ চার ঘন্টা পর বিডিওর আশ্বাসে পঞ্চায়েত দপ্তরের তালা খুলে দেয় গ্রামবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here