১০ কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

0
75

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

এবার প্রায় ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করল বাঁকুড়ার জেলার বিষ্ণুপুর থানার পুলিশ। বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ককে এদিনই আদালতে তোলা হবে। সূত্রে খবর, আপাতত পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে রাখার কথা বলতে পারে।

Shyamaprasad Mukherjee
শ্যামাপ্রসাদ মুখার্জী। নিজস্ব চিত্র

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিভিন্ন সরকারি প্রকল্পে টাকা তছরুপের অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। গত ৩৪ বছর ধরে বিষ্ণুপুর পুরসভায় চেয়ারম্যান ছিলেন বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওই পুরসভার পুরপ্রধান থাকাকালীনই ৫৫টি প্রকল্পের টেন্ডার হয়েছিল। কিন্তু সেই প্রকল্পগুলিতে কোনও কাজ হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুনঃ পুলিশ ওয়ারেন্ট নিয়ে সার্চ করতে গেলেও যায়নি উর্দিতে, দাবি বিজেপি নেতা সজল ঘোষের

এরপরই বিষয়টি নিয়ে তদন্ত করে মহকুমা শাসকের কাছে রিপোর্ট দেন চিফ ভিজিল্যান্স অফিসার। সেই রিপোর্টের ভিত্তিতেই আবার তদন্ত শুরু করেন মহকুমা শাসক। এরপরই কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেউটে। তদন্তশেষে দেখা যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আমলে পুরসভায় প্রায় ১০ কোটি টাকা আর্থিক বেনিয়ম হয়েছে। এরপরই টাকা প্রতারণার অভিযোগ ওঠে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতেই আজ, রবিবার প্রাক্তন বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here