নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভার অন্তর্গত খড়ার পুরসভার দুই বারের প্রাক্তন পৌর প্রধান উত্তম মুখোপাধ্যায় সোমবার রাতে তার কলকাতার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
তিনি ২০১০ সালে ঘাটালের বীরসিংহ ভগবতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করে খড়ার পৌর প্রধান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালে পুনরায় তিনি দ্বিতীয়বারের জন্য খড়ার পুরসভার পৌরপ্রধান নির্বাচিত হন।
আরও পড়ুনঃ বাঁকুড়া হেড পোস্ট অফিসে টিএমসিপির বিক্ষোভ
কয়েকদিন আগে খড়ার পুরসভার মেয়াদ শেষ হওয়ায় উত্তম মুখোপাধ্যায় কে পৌর প্রশাসক হিসাবে রাজ্য সরকার নিয়োগ করে। গত সপ্তাহে উত্তম মুখোপাধ্যায় কে সরিয়ে ঘাটালের বিধায়ক শংকর দোলাই কে খড়ার পুরসভার প্রশাসক পদে নিয়োগ করে রাজ্য সরকার। কিন্তু ওই প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
তারই মধ্যে সোমবার রাতেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে খড়ার এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584