শ্যামল রায়,পূর্বস্থলীঃ
কাশ্মীরে জঙ্গি হানায় ৪৯ জন সেনা মৃত্যু ঘিরে দেশ তোলপাড়।আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পারুলিয়ায় প্রাক্তন সৈনিকরা দেশ রক্ষার্থে স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগদানের মধ্য দিয়ে জঙ্গিদের মোকাবেলা করার আবেদন জানালেন। প্রাক্তন সমরকর্মী সংগঠনের তরফ থেকে রাজ্যপালের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন তারা।বৃহস্পতিবার প্রাক্তন সৈনিক সংঘের সভাপতি তরুণ বিশ্বাস ও সম্পাদক দীনেশ চন্দ্র দেবনাথ সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁরা স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগদানের মধ্যে দিয়ে ওই সমস্ত সন্ত্রাসীদের নিঃশেষ করার জন্যই সেনাবাহিনীতে যোগদান করবেন।
পুনরায় বিনা পারিশ্রমিকে এ দেশ রক্ষার্থে এবং জঙ্গি দমনে তারা এই কাজটি করবেন বলে পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিকের মাধ্যমে দিয়ে রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সভাপতি তরুনী কান্ত বিশ্বাস জানিয়েছেন যে, “আমাদের প্রাক্তন সৈনিক সংগঠনের এর মধ্যে এতদঞ্চলের ৭১ জন প্রাক্তন সৈনিক রয়েছেন।”
আরও পড়ুনঃ নকল করে ডি লিট উপাধি নেওয়ার অভিযোগ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে
সৈনিক সংগঠনের তরফ থেকে আরও জানানো হয়েছে যে তাদের মধ্যে যারা প্রাক্তন সৈনিক রয়েছেন তারা বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন যুদ্ধকালীন জায়গাগুলোতে সফলতার সঙ্গে যুদ্ধ করে সফল হয়েছেন, সেই অভিজ্ঞতা থেকে কাশ্মীরে যে ধরনের জঙ্গি আক্রমণ হয়েছে সেই জঙ্গি আক্রমণে ভারতবর্ষের বীর শহীদদের যেভাবে হত্যা করা হয়েছে তার পাল্টা জবাব দেওয়ার জন্যই স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগদান করার ইচ্ছে প্রকাশ করেই রাজ্যপালের কাছে চিঠি প্রদান করেছেন।
তাঁরা এও আশা করছেন রাজ্যপালের তরফ থেকে এবং ভারতবর্ষের সেনাবাহিনীর তরফ থেকেও চিঠির উত্তর দেওয়া হবে এবং সব সময় সেনাবাহিনীতে যোগদান করার জন্য তাঁরা প্রস্তুত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584