নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বেহাল পুর পরিষেবার অভিযোগ তুলে এবারে সরব হলেন তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলররা। ইংরেজবাজার পুরসভায় অবস্থান-বিক্ষোভ করলেন পুরসভার তৃণমূল দলের ১৫ জন প্রাক্তন কাউন্সিলর। তৃণমূল পরিচালিত প্রশাসক মন্ডলীর বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুর থেকেই ইংরেজবাজার পুরসভার গেটের সামনেই চলে ১৫ জন প্রাক্তন কাউন্সিলরের এই বিক্ষোভ – অবস্থান।
যার কারণে এদিন পুরসভায় কাজকর্ম প্রায় শিকেয় ওঠে। এদিনের এই অবস্থান-বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা পুরসভার প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণেন্দু চৌধুরী, কাকলি চৌধুরী, নরেন্দ্রনাথ তেওয়ারি, বরুন সরদার, অশোক সাহা, প্রসেনজিৎ দাস সহ তৃণমূল দলের মোট ১৫ জন প্রাক্তন কাউন্সিলর।
আরও পড়ুনঃ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে জেলে পাঠানোর হুমকি বিজেপির
পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তেওয়ারি বলেন, মালদহ শহর জুড়ে করোনা সংক্রমণ ছড়াচ্ছে।
বিভিন্ন ওয়ার্ডে জঞ্জাল, নিকাশি নালার অবস্থায় জেরবার মানুষ। অথচ পুরসভার পদস্থ আধিকারিকরা সকলেই ছুটিতে রয়েছেন। প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন থেকে শুরু করে অন্যান্যরা শীতঘুমে চলে গিয়েছেন। পুরসভার কাজ দলের স্বার্থে অন্য নেতাদের করতে হচ্ছে। এর প্রতিবাদে আমাদের এই অবস্থান বিক্ষোভ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584