শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
রাজ্যের তরফে জারি করা নতুন করে লকডাউন সফল করতে মাঠে নামল বালুরঘাট পুরসভার তৃণমূলের বিদায়ী কাউন্সিলার। বৃহস্পতিবার বালুরঘাটের ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর সুভাষ কর্ণার এলাকায় বাঁশের ব্যারিকেড দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করেন এলাকার বাসিন্দারা। বিদায়ী কাউন্সিলার শঙ্কর দত্তের নেতৃত্বে বাসিন্দারা ওই এলাকায় মোতায়েন থাকবেন। লকডাউন চলা পর্যন্ত কাউকেই এলাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হবে না বলে জানা গেছে।
বুধবার রাতে মালদহ থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী বালুরঘাট, কুমারগঞ্জ সহ বিভিন্ন ব্লক মিলিয়ে ৩০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। যার মধ্যে রয়েছে কুমারগঞ্জের বিধায়ক নিজেও। একসাথে বালুরঘাটেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
আরও পড়ুনঃ পরীক্ষা নয়, পূর্ব সিদ্ধান্তে অনড় থাকতে চেয়ে ইউজিসিকে চিঠি রাজ্যের
এদিকে আগাম প্রস্তুতি হিসেবে প্রশাসন বুধবার বিকেলে তিনটি পুরসভা সহ দুটি গ্রাম পঞ্চায়েতকে কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে এইসব এলাকাগুলিতে কড়া ভাবে লকডাউন জারি করা হবে।
আরও পড়ুনঃ করোনা রুখতে এবার ২৭ লক্ষ টাকার কামান কিনতে চলেছে কলকাতা পুরসভা
শঙ্কর দত্ত জানান, রাজ্য সরকার সমস্ত দিক বিবেচনা করে পুনরায় লকডাউনের জন্য কন্টেনমেন্ট জোন হিসাবে বালুরঘাট পুরসভাকে চিহ্নিত করেছে। তিনি তার এলাকায় সাধারণ বাসিন্দাদের নিয়ে লকডাউন সফল করতে বাঁশের ব্যারিকেড দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584