নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর তার অনুগামী হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পুরসভার প্রাক্তন পৌর প্রধান প্রণব বসু তৃণমূল ছাড়লেন।
তিনি জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং তিনি আরো জানান, আগামীকাল অর্থাৎ শনিবার মেদিনীপুর শহরের কলেজ মাঠে জনসভা করতে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুনঃ তৃণমূলের সংখ্যালঘু সেলেও ভাঙন, ইস্তফা দিলেন দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম
এই জনসভায় শুভেন্দু অধিকারী সহ একাধিক জেলা তৃণমূল নেতৃত্ব অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করবেন। এদিন তিনি বলেন, সেই যোগদান পর্বের আগে তৃণমূল থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরে তৃণমূল থেকে কোণঠাসা হয়ে পড়েছিলেন শুভেন্দু অধিকারী সহ তার অনুগামীরা।
অবশেষে আগামী শনিবার শুভেন্দু অধিকারী সহ একাধিক জেলা নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করবেন যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে এই যোগদানের ফলে অনেকটাই চাপে পড়তে পাড়ে রাজ্য তৃণমূল, এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও রাজ্য তৃণমূল সূত্রে জানা গিয়েছে এতে দলের কোনো ক্ষতি হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584