নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রাশিয়ার সৈনিকের ছবিকে, সিয়াচেনে ভারতীয় সেনার ছবি বলে চালানোর চেষ্টা, জালিয়াতি ধরা পড়লো ফ্যাক্ট চেকিং-এ।
ভারতীয় সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত আইজি, বি এন শর্মা গত সপ্তাহে কিছু ছবি পোস্ট করেন তাঁর টুইটার হ্যান্ডেলে। ছবির বিষয় ছিল, হিমালয়ের পূর্ব দিকে সিয়াচেনে ভারতীয় জওয়ান রা কিভাবে বরফের চাদরে মুড়েও দেশের সীমান্ত রক্ষা করে চলেছেন। ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, ২৯০০ বার রিটুইট হয়েছে ছবিটি।
One of theost Harshest conditions on this planet, soldiers facing at the highest battlefield Siachin. Other high altitude areas along LC and LAC are no different except the temperature is few celcius higher.
Jai Hind Ki Sena pic.twitter.com/soAvUyBCuC— 🇮🇳 BN Sharma, IG (Retd) (@BholaNath_BSF) December 19, 2020
অরুণ পুদুর, এক টুইটার ব্যবহারকারী যিনি অতীতে বহু ‘ফেক নিউজ’ শেয়ার করেছেন তিনিও রিটুইট করেন বিএনশর্মার এই টুইটটি। এমনকি, ‘পুলিশ নিউজ-ইংলিশ’ নামে একটি ফেসবুক পেজও এই পোস্টটি শেয়ার করে।
এরপরেই অল্ট নিউজের ফ্যাক্ট চেক থেকে জানা গিয়েছে, এই ভুল তথ্যটি আসলে প্রথম পোস্ট করেছিলেন বিজেপি সাংসদ কিরণ খের, ২০১৭ সালে। অল্ট নিউজ ফ্যাক্ট চেক করতে গিয়ে জানতে পারে এটি মিথ্যা তথ্য, ছবিটি ২০১৩ সালে রাশিয়ার সেনাবাহিনীর। ২০১৪ সালের ডিসেম্বরে স্টপ ফেক নামের ওয়েবসাইটে তা প্রকাশিত ও হয়।
They freeze to make sure that we are warm. They protect to make sure that we feel safe. Can never thank you Jawaans enough. pic.twitter.com/z1Df4sw0dA
— Shraddha (@ShraddhaKapoor) December 17, 2017
অল্ট নিউজ পরবর্তীতে আরো তথ্য খুঁজতে গিয়ে জানতে পারে ২০১২ সালে একটি রাশিয়ান ওয়েবসাইটে এক নিবন্ধের সঙ্গে ছবিটি প্রকাশিত হয়েছিল।
দেখা গিয়েছে, শুধু অবসরপ্রাপ্ত আই জি নন, এত বছরে বহুবার কোনো না কোনো বিখ্যাত ব্যক্তিত্ব এই মিথ্যা তথ্য শেয়ার করেই চলেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584