নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
করোনা কেড়ে নিল আরও এক ক্রীড়াবিদকে। মারা গেলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং গোলকিপার শেখর বাঙ্গেরা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। ভর্তি ছিলেন ম্যাঙ্গালোরের উদিপির এক হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবনের লড়াইয়ে হেরে গেলেও ফুটবলের মাঠে বহু লড়াই করেছেন তিনি।

বাঙ্গেরার ফুটবল জীবন শুরু হয় নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স ক্লাবের হাত ধরে। এরপর জাতীয় দলে গোলকিপার ছিলেন। তার অসামান্য দক্ষতায় জাতীয় দলে নেতৃত্বও দিয়েছেন তিনি। মহারাষ্ট্রের হয়ে সন্তোষ ট্রফিতেও দেখিয়েছেন তার প্রতিভা। তারপরেই মুম্বইয়ের জনপ্রিয় ক্লাব ‘বম্বে ওর্কে মিলস’ সই করান তাকে।
আরও পড়ুনঃ লঙ্কা সফরে অধিনায়ক শিখর ধাওয়ান, দলে একগুচ্ছ নতুন মুখ
প্রসঙ্গত, অবসর নিয়েও বসে থাকেননি তিনি, নতুন প্রতিভা সম্পন্ন গোলকিপার তুলে আনতে তৈরি করেন ধানবাদ ফুটবল অ্যাকাডেমী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584