সরকারি পুর্নবাসনের দাবিতে প্রাক্তন কেএলও সদস্যদের স্মারকলিপি

0
47

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

সোমবার দার্জিলিংয়ে সরকারি পুর্নবাসনের দাবিতে গ্রামীণ ডিএসপি অচিন্ত্য গুপ্তকে স্মারকলিপি দিল প্রাক্তন কেএলও সদস্যরা। এই বিষয়ে প্রাক্তন কেএলও সদস্য অভিজিৎ সিংহ বলেন, ‘দার্জিলিং জেলায় আমরা মোট ৩০ জন কেএলও সদস্য ছিলাম। আমরা যখন আত্মসমর্পণ করি, তখন রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সরকারি পুর্নবাসনের।

DSP | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর জেল থেকে ছাড়া পাওয়ার পর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রাক্তন কেএলও সদস্যদের জেলা প্রশাসন সরকারি পুর্নবাসনের ব্যাবস্থা করে দিয়েছে। শুধুমাত্র দার্জিলিং জেলায় আমরা কেউ কোন কিছুই পাইনি। দীর্ঘদিন ধরে সরকারকে বলার পরও আমরা পথে পথে ঘুরছি। আমরা এখন অনেক কষ্টে দিন কাটাচ্ছি। না সংসার চালাতে পারছি, না কেস চালাতে পারছি।’

KLO members | newsfront.co
নিজস্ব চিত্র

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘সরকার যদি আমাদের দেওয়া প্রতিশ্রুতি না রাখেন তাহলে আমরা আবার সেই আগের পুরানো রাস্তায় ফিরতে বাধ্য হব। তবে আমরা চাই না আগের রাস্তায় ফিরে যেতে। তাই এই বিষয়ে এদিন একটি স্মারকলিপি দিলাম গ্রামিণ ডিএসপিকে। আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবে।’

আরও পড়ুনঃ যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মীরের অনন্তনাগে ৩ জঙ্গির মৃত্যু

অন্যদিকে এই বিষয়ে গ্রামীণ ডিএসপি অচিন্ত্য গুপ্ত বলেন, ‘কয়েক জন এসেছিলেন। তারা প্রাক্তন কেএলও। তাদের কিছু দাবি নিয়ে এসেছিলেন। আমরা বিষয়টি আমাদের উপর মহলে জানাব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here