নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
প্রয়াত হলেন প্রাক্তন কারামন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অবনী জোয়ারদার। গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি।
বস্তুত সেই কারণেই তাঁকে মন্ত্রিসভার দায়িত্ব থেকে অব্যহতি দিতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘ অসুস্থতার পর অবশেষে শুক্রবার ভোররাতে নিজের সল্টলেকের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Very sad at the passing away of party colleague, former Minister & two-time MLA from Krishnanagar Uttar, Abani Mohan Joardar after an illness bravely fought. Served well both in IPS, govt & party. Condolences to his family & friends
— Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2020
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে দুঁদে আইপিএস আধিকারক ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি রাজনীতিতে যোগ দেন। নদিয়ার কৃষ্ণনগর উত্তর আসন থেকে দু’বার বিধানসভা ভোটে নির্বাচিত হয়েছিলেন অবনীবাবু। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মেয়াদে কারা দফতরের মন্ত্রী ছিলেন তিনি। তাঁর শারীরিক অসুস্থতার কারণেই কিছুদিন তাঁকে দফতরবিহীন মন্ত্রী করেও রেখেছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ পূর্ণ বেতন মামলাঃ বেসরকারি সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থায় ‘না’ সুপ্রিমকোর্টের
শুক্রবার তাঁর মৃত্যুর খবর পেয়ে টুইট করে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। শোকপ্রকাশ করেছেন, রাজ্যপাল জগদীপ ধনখড়ও। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে তাঁর বিধানসভা এলাকাতে। ২০১১ এবং ২০১৬ দু-দু’বার কৃষ্ণনগর (উত্তর) বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584