নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ফের খারাপ খবর ময়দানে। অকালে প্রয়াত হলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার মণিতোম্বা সিং। তিনি মোহনবাগান ক্লাবে অধিনায়কত্ব করেছেন তার নেতৃত্বে গঙ্গা পাড়ের ক্লাবে এসেছে কলকাতা লীগ, শিল্ড, এয়ার লাইন্স গোল্ড কাপ।

লিভার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ দিন ধরে লড়ছিলেন তিনি, অবশেষে মাত্র ৩৯ বছর বয়সে চলে গেলেন এই মণিপুরী ফুটবলার। ২০০৩ থেকে ২০০৫ বাগানের জার্সিতে খেলেছেন মণিতোম্বা। ডিফেন্ডার, রাইট ব্যাক, মিড ফিল্ডার তিনটে বিভাগেই খেলেছেন তিনি। ২০০৪ সালে মোহনবাগানের অধিনায়ক হন।
আরও পড়ুনঃ ধোনিকে বিমার দিয়ে ক্ষমা চান আখতার
দিল্লি হিরোজ, নেরকার মতো দলের হয়েও খেলেছেন। তবে বাগান সর্মথকরা তাঁকে খুব পছন্দ করতেন তাই মন খারাপ তাঁদের। ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলের হয়ে এলজি কাপ জিতেছেন। তিনি কোচিংও করেন পড়ে নিজের রাজ্য মণিপুর রাজ্য লিগে কোচিং করেন। তবে খারাপ সময়ে কেড়ে নিচ্ছে অনেক প্রিয় প্রাণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584