মনিরুল হক, কোচবিহারঃ
যখন সরকারি কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে নানা অভিযোগ তুলে ক্রমাগত বিক্ষোভ দেখাচ্ছেন আবাসিকরা, তখন এক কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে দুপুরের খাবার দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়।
শুক্রবার তিনি কোচবিহার ১ নম্বর ব্লকের দেওয়ানহাট হাইস্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে রান্না করা খাবার দেন। সেখানে পার্থ প্রতিম রায় ছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান লিপিকা ভৌমিক, প্রাক্তন প্রধান তথা পঞ্চায়েত সদস্যা কাকলি রায়, সন্দীপ রায়, সি.এফ কো-অর্ডিনেটর সোয়েল রানা, তাপস কুমার দে (কুটু), রাজীব হোসেন, সুধীর রায়, বুলবুল হোসেন, কিংশুক দেব এবং বিশিষ্ট সমাজকর্মী আশরাফুল আলী।।
আরও পড়ুনঃ মাস্ক, স্যানিটাইজার নিয়েই চলল বৃক্ষরোপণ কর্মসূচী
বিভিন্ন রাজ্যে কাজ করতে আটকে পড়া শ্রমিকরা কোচবিহারে ফিরে আসার পর তাঁদের বিভিন্ন জায়গায় করা সরকারি কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ইতিমধ্যেই কোয়ারেন্টাইন সেন্টারে নিম্ন মানের খাবার, সময় মত খাবার না দেওয়া, টেস্ট না করানো, টেস্ট করেও রিপোর্ট না আসা, এরকম হাজারো বিষয় নিয়ে অভিযোগ তুলে আন্দোলন করতে দেখা গিয়েছে। কোথাও কোথাও সেই আন্দোলন মারাত্মক আকার নিতেও দেখা গিয়েছে। এই পরিস্থতিতে এদিন দেওয়ানহাট হাই স্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে ২০০ জন আবাসিকের মধ্যে ভাত, ডাল, ভাজা, সব্জি আর মুরগীর মাংস সহকারে দুপুরের খাবারের ব্যবস্থায় খুশি ওই শ্রমিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584