মনিরুল হক, কোচবিহারঃ
চার মাস বেতন না পেয়ে বাধ্য হয়ে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলেন কোচবিহার পুরসভার অবসর প্রাপ্ত স্থায়ী ও অস্থায়ী কর্মচারী ঐক্য মঞ্চ। বুধবার কোচবিহার জেলাশাসকের দফতরে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করে ওই কর্মসূচি পালন করল কোচবিহার পুরসভার অবসর প্রাপ্ত স্থায়ী ও অস্থায়ী কর্মচারী ঐক্য মঞ্চের সদস্যরা। এদিন সেখানে নেতৃত্ব দিয়েছেন ওই সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক নিখিল চন্দ সহ অন্যান্যরা।
জানা গেছে, কোচবিহার পুরসভায় অবসর প্রাপ্ত স্থায়ী ও অস্থায়ী কর্মীরা করোনা আবহের মধ্যে দিয়ে শহরের মানুষের নানা কাজ কর্ম করে চলেছে। তারপরেও তারা দীর্ঘ ৪ মাস কোন বেতন পাননা। এমনকি সরকারি নির্ধারিত বেতন টুকুও তাদের দেওয়া হয় না। এই নিয়ে পুরসভার দফতরে বারবার জানানো হলেও কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে ওই সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন দেওয়া হল বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ তৃণমূলের মধ্যেই মাওবাদীরা আছেনঃ সূর্যকান্ত মিশ্র
এদিন এবিষয়ে কোচবিহার পুরসভার অবসর প্রাপ্ত স্থায়ী ও অস্থায়ী কর্মচারী ঐক্য মঞ্চের জেলা সম্পাদক নিখিল চন্দ বলেন, “করোনা আবহের মধ্যে দিয়ে যারা শহরের মানুষের নানা পরিষেবা দিয়ে চলেছে তারা আজ দীর্ঘ চার মাস ধরে কোন বেতন পাচ্ছেন না।
এমনকি সরকার নির্ধারিত যে মজুরি রয়েছে সেটাও তারা পাচ্ছে না। বারবার পুরসভা আধিকারিকদের কাছে গিয়ে বিষয়টা জানানো হলেও কোন উত্তর আসেনি তাদের কাছে। তাই বাধ্য হয়ে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিলাম। যদি তাতেও কোন কাজ না হয় তাহলে বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলনে নামব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584