ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
প্রয়াত রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা পায়োনিয়ার পত্রিকার সম্পাদক চন্দন মিত্র। বুধবার গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
ছেলে কুশান মিত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করে টুইট করেন, “ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। বাবা গত রাত্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরে তিনি ভুগছিলেন”।
Former Rajya Sabha MP and senior journalist Chandan Mitra passed away late last night in Delhi, confirms his son Kushan Mitra.
(File photo) pic.twitter.com/MB7wlwL9Hi
— ANI (@ANI) September 2, 2021
সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করা চন্দন বাবু দিল্লি থেকে প্রকাশিত ‘দ্য পায়োনিয়ার’ পত্রিকার সম্পাদক ও ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত হন। ২০১০ সালে দ্বিতীয়বারের জন্য বিজেপির হয়ে রাজ্যসভায় যান।২০১৮ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584