নিউজ ফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
মোদি মন্ত্রীসভার নতুন মুখ নারায়ণ রাণে। তিনি পেলেন অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর। মহারাষ্ট্রের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দিয়ে মন্ত্রীসভায় ঠাঁই দেওয়ায় অবাক হয়েছেন অনেকেই। ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর কার্যত বিজেপির মুখের খাবার কেড়ে নিয়ে সরকার গড়ে শিবসেনা- ন্যাশনাল কংগ্রেস জোট।
এনডিএ-র প্রথম জোটসঙ্গী শিবসেনার এহেন আচরণে তাদের সঙ্গে বিজেপির রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছয়। এমনকি এখনো মহারাষ্ট্র বিকাশ আগাড়ি সরকারের সঙ্গে কেন্দ্রের প্রায় সাপে-নেউলে সম্পর্ক। তা আরো খারাপ হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে।
সেই পরিস্থিতিতে মহারাষ্ট্র থেকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় একজন পূর্ণমন্ত্রী। কে এই নারায়ণ রাণে? রাণে আদতে শিবসেনার-ই সদস্য ছিলেন। তারপরে যোগ দেন কংগ্রেসে সবশেষে নিজের দল গঠন করেন ‘মহারাষ্ট্র স্বাভিমান পক্ষ’।
আরও পড়ুনঃ বিধানসভায় রাজ্য বাজেট পেশ, ৩১ ডিসেম্বর পর্যন্ত মকুব রোড ট্যাক্স
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে রাণের দল বিজেপিকে সমর্থন করে। সদ্যই মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে এমএসএমই উদ্যোগের যাবতীয় সুবিধা পাবেন দেশের খুচরো এবং পাইকারি ব্যবসায়ীরাও। ছোট ব্যবসায়ীদের জন্য কোভিড পরবর্তী পরিস্থিতিতে ব্যবসার মূলধন এই মুহূর্তে একটি বড় সমস্যা। সেক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু ছোট ব্যবসায়ীই। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইকে দেশের বাণিজ্য রাজধানীও বলা হয়ে থাকে।
আরও পড়ুনঃ হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের জীবনাবসান
তবে কি মহারাষ্ট্রের শিবসেনা সরকারকে প্যাঁচে ফেলতেই মহারাষ্ট্র থেকে প্রাক্তন শিবসেনা সদস্য কেই বেছে বেছে এমএসএমই-র দায়িত্ব দেওয়া হলো?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584