State Budget 2021: বিধানসভায় রাজ্য বাজেট পেশ, ৩১ ডিসেম্বর পর্যন্ত মকুব রোড ট্যাক্স

0
78

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

তৃতীয় বার ক্ষমতায় আসার পর বাজেট পেশ করল তৃণমূল। সপ্তদশ বিধানসভার প্রথম বাজেট পেশ করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, আগামী অর্থবর্ষে ৩,০৮,৭২৭ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজকের বাজেটের কিছু গুরুত্বপূর্ন ঘোষণাঃ

•১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মকুব রোড ট্যাক্স

•কোভিড খাতে বরাদ্দ ১,৮৩০ কোটি

•স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়া হয়েছে ২ শতাংশ

•উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দ হয়েছে ৫ হাজার ১৪৩ কোটি ৫ লক্ষ টাকা

•কৃষক বন্ধু প্রকল্পের জন্য বরাদ্দ ২ হাজার কোটির বেশি, পরিবেশ খাতে বরাদ্দ ৯৭.৪৬ কোটি, পর্যটন খাতে বরাদ্দ ৪৫৭ কোটি

•স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা

•রঘুনাথপুরে আসতে চলেছে ৭২ হাজার কোটি টাকার শিল্প

•লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা

•ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পে ১,১৪,৪৭৭ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব। শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে ১,২৯,১৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

•দলিল রেজিস্ট্রেশনের খরচ ১০ শতাংশ কমানোর প্রস্তাব

•স্বাস্থ্য সাথী প্রকল্পে বরাদ্দ ১৯০০ কোটি, সামাজিক সুরক্ষায় ১৮,৬৫০ কোটি

আরও পড়ুনঃ যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন সৌমিত্র খাঁ, ঘোষণা ফেসবুকে

আগামী ৫ বছরে দেড় কোটি কর্মসংস্থান তৈরি করার প্রস্তাবও দেওয়া হয়েছে আজকের বাজেটে। উল্লেখ্য, বাজেট শেষে কেন্দ্রের প্রতি নানা অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রকে চিঠি দিলেও উত্তর দেয় না। পেট্রলের দাম ১০০ পেরিয়েছে, বেড়েছে গ্যাস সিলিন্ডারের দামও। টিকার সমস্যাও মেটেনি, তৃতীয় ঢেউ আসতে চলেছে বহু মানুষ এখনও পাননি। সে বিষয়ে ভ্রুক্ষেপ নেই মোদী সরকারের। তিনি বলেন, দেশে রাজস্বে ঘাটতি যেখানে ৯.৩ শতাংশ সেখানে বাংলায় তা ৩.৮৬ শতাংশ। রাজ্যের ৩৩ হাজার ৩১৪ কোটি টাকা পাওনা মেটায়নি কেন্দ্র l।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here