গীতালদহের গুলি কান্ডে দোষীদের গ্রেফতারের দাবীতে অবরোধ

0
60

মনিরুল হক, কোচবিহারঃ

guilty arrested claims for blockade
অবরোধে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।নিজস্ব চিত্র

গীতালদহের গুলি কান্ডে দোষীদের গ্রেফতারের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।বুধবার বেলা ১১টা নাগাদ দিনহাটা রংপুর রোড-গীতালদহ সড়কে ওই পথ অবরোধ করা হয়।ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী।পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।পরে পুলিশের আশ্বাস পেয়ে প্রায় ১ ঘন্টা পর ওই পথ অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।ওই ঘটনায় এলাকায় একটা উত্তেজনা সৃষ্টি হয়।
জানা গেছে,বুধবার সকাল একটি বে-সরকারী স্কুলের সামনে মোনয়ার হোসেনরা তিন ভাই মিলে কথা বলছিল। আজ তাদের দিনহাটায় একটি মামলা ছিল সেই বিষয়ে তারা কথা বলছিল।সেই সময় যুব নেতা আবুয়াল আজাদ ও তার নেতৃত্বে একদল বাইক বাহিনী এসে তাদের উপর বাঁশ, লাঠি, ধারাল অস্ত্র এমন কি বন্ধুকের বাঁট দিয়ে মারধোর করে এবং গুলি ছুঁড়ে বলে অভিযোগ।ওই ঘটনায় মনোয়ার হোসেন, মিজানুর হোসেন(মজনু) এবং মোফাজ্জল হোসেন আহত হয় বলে অভিযোগ।আহত অবস্থায় তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।দুই জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কোচবিহার এমজেএন হাসপাতালে স্থানান্তর করা হয়। তারপর স্থানীয় বাসিন্দারা ও তৃণমূল কর্মীরা আবুয়াল আজাদ ও তার ছেলের গ্রেফতারের দাবীতে পথ অবরোধ করেন।পরে পুলিশের আশ্বাসে অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার মানুষের সাথে দেখা ও কথা বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কিছু বর্ডার স্মাগলার, সমাজবিরোধী পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে গণ্ডগোল পাকিয়ে আসছে।তারা নিজেদের পিঠ বাঁচাতে যুব’র পতাকা হাতে নিয়ে ঘোরাঘুরি করে। এনিয়ে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব ব্যবস্থা নিতে শুরু করেছে।খুব শীঘ্রই আরও কিছু ব্যবস্থা নেবে।আমরা পুলিশকেও ওই দুষ্কৃতিদের গ্রেফতার করার জন্য বলেছি।”
যদিও ওই অভিযোগ অস্বীকার করে তৃণমূল যুব কংগ্রেসের নেতা আবুয়াল আজাদ বলেন,“এদিন প্রথমে মাদার গোষ্ঠীর লোকরা গিতালদহ ২নং গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে আমার ভাইপো আবু সায়েদ মিয়াঁকে ধরে মারধোর করে। খবর পেয়ে আমার ছেলে সেখানে যাওয়ার পথে মনোয়ার হোসেনের নেতৃতে গুলি চালানো হয়।পরে এলাকার বাসিন্দারা তাঁদের ধরে গণধোলাই দেয়।”

guilty arrested claims for blockade
অবরোধ তুলতে উদ্যোগ।নিজস্ব চিত্র

আরও পড়ুন: হেলমেটহীন অনিয়ন্ত্রিত গতির বাইক দুর্ঘটনায় মৃত এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here