উৎসবে জমজমাট লিটিল ম্যাগাজিনের আসর

0
106

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

শারদ উৎসবে লিটল ম্যাগাজিনে মজল মেদিনীপুর শহর।দেবীপক্ষের সূচনার পর পরই শুরু হয়ে যায় লিটল ম্যাগাজিনগুলির পুজো সংখ্যার সম্ভার সমারোহ আর এই লিটল ম্যাগাজিনের লড়াইটা সামনে এগিয়ে নিয়ে যেতে বিগত প্রায় দশবছর ধরে লড়াই সংগঠিত করা সংস্থা মেদিনীপুর লিটল ম্যাগাজিন আকাদেমির উদ্যোগে প্রতি বছরের মতই এবছরও পূজার সময় আয়োজিত হয়েছিল লিটল ম্যাগাজিন তাঁবু।মহাষষ্ঠীর দিনই মেদিনীপুর শহরের হেড পোষ্ট অফিস রোডে কর্মচারী ভবনের ঠিক উল্টো দিকে এই তাঁবুর উদ্বোধন করেন বিশিষ্ট পুস্তক ব‍্যবসায়ী তথা লিটিল ম্যাগাজিনের অন‍্যতম পৃষ্ঠপোষক গৌতম সরকার মহাশয়।

নিজস্ব চিত্র

এ দিন উপস্থিত ছিলেন জেলার লিটল ম্যাগাজিন সমূহের আত্মীয় পরিজনবর্গ ও বিশিষ্ট কবি সাহিত্যিক তথা গবেষকবৃন্দ।উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পিনাক বিজয় চক্রবর্তী,সহ-সভাপতি চিন্ময় দাশ,কার্যকরী সভাপতি অচিন্ত মারিক ,সম্পাদক গৌতম মাহাতো,বিশ্ব বন্দ‍্যোপাধ‍্যায়,প্রসূন কুমার পড়িয়া সহ আকাদেমির অন্যান্য সদস্য-সদস‍্যাবৃন্দ।এছাড়া শিক্ষাব্রতী চপল ভট্টাচার্য,লোকসংস্কৃতি গবেষক মধুপ দে,কবি সিদ্ধার্থ সাঁতরা,সাহিত‍্যিক প্রদীপ দেব বর্মণ, চিত্রকর রবি দে, শিল্পী সুদীপ মাইতি,কবি সন্তু জানা, ফটোগ্রাফার ও পরিবেশপ্রেমী রাকেশ সিংহদেব ও দেবাশিস দে সহ অন‍্যান‍্য বিশিষ্ট ব্যক্তিত্ব।এইসব ব্যেক্তির উজ্জ্বল উপস্থিতিতে লিটল ম্যাগাজিন তাঁবু চাঁদের হাটে পরিণত হয়।উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জীব ভট্টাচার্য্য।এই তাঁবু সেজে উঠেছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত নানান লিটল ম্যাগাজিনে।জঙ্গল মহল থেকে প্রকাশিত ‘মেঠোপথ’, দাঁতন থেকে প্রকাশিত দণ্ডভুক্তি পত্রিকা,’লোকায়ত দন্তভুক্তি,ঘাটালের ‘সৃজন’,মেদিনীপুর শহরের থেকে প্রকাশিত ‘অমিত্রাক্ষর’,’অন্য ক্যানভাস’,’নয়ন’,’ছড়াপত্র’ ‘সুসাথী’ সহ নানা লিটল ম্যাগাজিনের সম্ভারে সেজে উঠেছিল তাঁবু।লিটল ম্যাগাজিন আকাদেমির পক্ষ থেকে জানানো হয়,লিটিল ম্যাগাজিন আসলে এক সংগ্রাম।তাকে টিকিয়ে রাখতে এবং লিটল ম্যাগাজিনের সম্পাদকদের এই আন্দোলন সংগ্রামকে বাঁচিয়ে রাখতে প্রতিবছরই তাঁরা এই ধরনের প্রদর্শনী ও বিক্রির উদ্যোগ গ্রহণ করেন।এর মধ‍্য দিয়ে পাঠক কূলের সাথে একটা আত্মিক যোগ সূত্র গড়ে ওঠে।বিপণণের পাশাপাশি কবি-সাহিত‍্যিকদের প্রাত‍্যহিক ঘরোয়া আড্ডায় জমজমাট ছিল এবারের উৎসবের সময় গড়ে ওঠা চারদিনের এই তাঁবু।

আরও পড়ুনঃ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here