নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় প্রয়াত হন দুবছর আগে। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তাঁর স্ত্রী রেণু চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর, একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন রেনু দেবী।
সোমনাথবাবুর প্রয়াণের পর মানসিকভাবে একাও হয়ে যান রেণুদেবী। গত কয়েক সপ্তাহ ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। মঙ্গলবার দুপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন রেণুদেবী।
সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর নজিরবিহীন সৌজন্য দেখিয়ে তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেসময় রেণুদেবীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবরও নেন মমতা। রেণুদেবীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুনঃ টুলকিট মামলায় জামিন দিশার
রেণুদেবীর প্রয়াণের পর আবারও একই ভাবে সৌজন্য রক্ষা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠান প্রয়াত স্পিকারের বাড়িতে। পুস্পস্তবক দিয়ে প্রয়াত স্পিকারের স্ত্রীকে শেষশ্রদ্ধা জানান অরূপ বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584