প্রয়াত প্রাক্তন শিক্ষক নেতা অপরেশ ভট্টাচার্য

0
66

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার সন্ধ্যায় প্রয়াত হলেন অবিভক্ত মেদিনীপুর জেলা তথা রাজ্যের শিক্ষক আন্দোলনের প্রাক্তন পুরোধা নেতৃত্ব তথা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) প্রাক্তন জেলা সম্পাদক অপরেশ ভট্টাচার্য। অপরেশ ভট্টাচার্য ১৯৪৬ সালে সবং ব্লকে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। প্রথম জীবনে সবং ব্লকের নারায়নবাড় হাইস্কুলে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে মেদিনীপুর টাউন বয়েজ স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। ২০০৬ সালে অবসর নেন।

Former teacher leader Apresh Bhattacharya has dead
অপরেশ ভট্টাচার্য। ফাইল চিত্র

অবিভক্ত মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর মিলে সাতটি টার্মে টানা ২২ বছর ধরে ২০১১ সাল পর্যন্ত এবিটিএ’র জেলা সম্পাদক ছিলেন। ছিলেন এবিটিএ রাজ্য কমিটির সহ সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি সি পি আই (এম)এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য ছিলেন। বুধবার সন্ধ্যার মুখে মেদিনীপুরের সুভাষনগরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে, তাঁকে মেদিনীপুর দত্ত নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন।

Former teacher leader Apresh Bhattacharya has dead
ফাইল চিত্র

মৃত্যর খবর ছড়িয়ে পড়তেই শ্রদ্ধা জানাতে নার্সিংহোমে উপস্থিত হন তাঁর অনুরাগীরা।ছুটে আসেন জেলার বামপন্থী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা, হাজির হন শিক্ষক আন্দোলনের নেতৃত্ব ও কর্মীরা। উপস্থিত ছিলেন দীপক সরকার, তরুণ রায়, কীর্তি দে বক্সী, তাপস সিনহা, সুভাষ দে, বিজয় পাল, মেঘনাদ ভুঁইয়া, সত্যেন মাইতি, সমর মুখার্জি, সৌগত পান্ডা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ছিলেন এবিটিএ’র জেলা সম্পাদক বিপদতারণ ঘোষসহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ অজানা বিষাক্ত পোকার কামড়ে মৃত গৃহবধূ, আতঙ্ক এলাকায়

নার্সিং হোম থেকে মরদেহ অপরেশবাবুর সুভাষ নগরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাঁর একমাত্র প্রবাসী কন্যা ও জামাতার দেশে ফিরে শেষ শ্রদ্ধা জানাতে দু-তিন সময় লাগবে তাই মরদেহ সংরক্ষণের জন্য, তাঁর দেহ বুধবার রাতেই কলকাতার পিস হেভেনে নিয়ে যাওয়া হয়। তাঁর কন্যা-জামাতা এসে উপস্থিত হলে শেষকৃত্য সম্পন্ন হবে। অপরেশ বাবুর প্রয়াণে জেলা শিক্ষক মহলে এবং বামপন্থী রাজনৈতিক কর্মী মহলে শোকের ছায়া নেমে আসে। অপরেশ বাবুর প্রয়াণে জেলার শিক্ষা আন্দোলনের একটি যুগের অবসান ঘটলো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here