নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে কোচবিহার তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বিষ্ণুব্রত বর্মণকে। আজই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি থেকে কলকাতায় নিয়ে যাওয়া হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই প্রাক্তন যুব সভাপতির পরিবারের লোকেরা শিলিগুড়ির উদ্দ্যেশে রওনা দিয়েছেন। তবে জানা গিয়েছে, তিনি কিছুটা সুস্থ রয়েছেন। তবে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি বিষ্ণুব্রত বর্মণকে।
আরও পড়ুনঃ পশু নয়, নিজের সন্তানকে কুরবানি দেওয়ার ফতোয়া বিজেপি নেতার
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হন বিষ্ণুব্রত বর্মণ। তবে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি জ্বর ও পেটের সমস্যায় ভুগছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসায় তাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়। যদিও পরে তার রিপোর্ট নেগেটিভ আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584