মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
প্রয়াত হলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। সেপসিস ও মাল্টি অর্গ্যান ফেলিওর হওয়ায় শনিবার লখনউতে পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বর্ষীয়ান বিজেপি নেতা কল্যাণ সিং গত ৪ জুলাই থেকে উত্তর প্রদেশের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সসের চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কল্যাণ সিংকে ডায়ালিসিসে রাখা হয়।
জুলাই মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেন এবং তাতে লেখেন “সারা ভারত জুড়ে অগণিত মানুষ কল্যাণ সিং-এর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে।” উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও হাসপাতালে অসুস্থ কল্যাণ সিংকে দেখতে গিয়েছিলেন।
Prime Minister Narendra Modi will reach former UP CM Kalyan Singh's residence at Mall Avenue in Lucknow this morning, to pay his last respects to him.
(File photo) pic.twitter.com/aX6jRSZdG2
— ANI (@ANI) August 22, 2021
শনিবার তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন যোগী। বললেন, “উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং আর আমাদের মাঝে নেই। এ এক অপূরণীয় ক্ষতি।” সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। ২৩ অগাস্ট কল্যাণ সিংয়ের মৃতদেহ দাহ করা হবে। যার কারণে ওই দিন রাজ্যে ছুটি ঘোষণা করেছে যোগী সরকার।
UP Chief Minister Yogi Adityanath pays his respects to late former CM Kalyan Singh at the latter's residence in Lucknow pic.twitter.com/36oRxlFCRR
— ANI UP (@ANINewsUP) August 22, 2021
কল্যাণ সিংয়ের মৃত্যুতে শোকাহত প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও মায়াবতী। টুইটে শোকপ্রকাশ করছেন তাঁরা। দু’বারের জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন কল্যাণ সিং। ১৯৯১ সালের জুন থেকে ১৯৯২ সালের ডিসেম্বর পর্যন্ত এবং ১৯৯৭-এর সেপ্টেম্বর মাস থেকে ১৯৯৯-এর নভেম্বর মাস পর্যন্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। এছাড়া, ২০১৪ এবং ২০১৯-এর মধ্যে রাজস্থানের গভর্নর হিসাবেও দায়িত্ব পালন করেছেন কল্যাণ সিং।
I'm deeply saddened today. Kalyan Singh's demise is an end of an era of Indian politics. He was a leader who never compromised with his value. He struggled for the welfare of the poor, women & farmers: Madhya Pradesh CM Shivraj Singh Chouhan pic.twitter.com/TOHh11Hpf0
— ANI (@ANI) August 21, 2021
আরও পড়ুনঃ জাগো বাংলায় লেখার জেরে সাসপেন্ড প্রয়াত সিপিআইএম নেতার মেয়ে অজন্তা বিশ্বাস
কল্যাণ সিং যখন প্রথম মুখ্যমন্ত্রী পদে বসেন, সেইসময়টা সমগ্র ভারতের কাছে চিরস্মরণীয়। ৬ ডিসেম্বর ১৯৯২ সাল। প্রথম ভাঙা হয় দীর্ঘ বিতর্কিত বাবরি মসজিদ। এটা ছিল ভারতীয় জনতা পার্টির উত্থানের সময়। আর ঠিক সেইসময়ই এমন এক বিতর্কিত ঘটনা ভারতের রাজনৈতিক ইতিহাসে মাইলস্টোন হয়ে থেকে গেছে। এই ঘটনার পরই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কল্যাণ সিং। শুধু তাই নয়, এই ঘটনার কারণে তৎকালীন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মাও উত্তর প্রদেল সরকারকে বরখাস্ত করেছিলেন। বাবরি মসজিদ ভাঙার ঘটনায় এল কে আদবানী, মুরলি মনোহর যোশী, কল্যাণ সিং-এর মতো বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল।
আরও পড়ুনঃ ৩১ হাজারে নামল দেশে দৈনিক সংক্রমণ, একদিনে টিকাকরণ ৫২ লক্ষেরও বেশি
গতবছর, লখনউ আদালত এই মামলায় অভিযুক্ত বিজেপি নেতাদের বেকসুর খালাস করে। ২০০৯ সালে এনডিটিভির এক সাক্ষাৎকারে এই ষড়যন্ত্রের কথা অস্বীকার করেন বিজেপি নেতা কল্যাণ সিং। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “বাবরি মসজিদ ভাঙার ঘটনা কোনও ষড়যন্ত্র ছিল না। এটি ছিল কোটি কোটি হিন্দুদের অনুভূতির বহিঃপ্রকাশ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584