নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
অতিমারীর আতঙ্কের কারণে থিয়েটার হলগুলি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ার পর থিয়েটার হল গুলি খুলেছে এবং থিয়েটার চালু হয়েছে। তাই কোভিড সর্তকতা মেনেই আয়োজন করা হচ্ছে নাট্যোৎসবের।
মঞ্চ ছাড়া থিয়েটারের টেকা খুব কষ্টকর, কারণ সিনেমার মত এই শিল্প মাধ্যমের কোন ভার্চুয়াল ব্যবস্থা নেই। তাই মঞ্চে নাটকের ফেরা থিয়েটার কর্মীদের মুখে হাসি ও বুকে ভরসা জোগাচ্ছে। অতিমারীর আবহের জন্য যেসব নাট্যোৎসব পিছিয়ে গিয়েছিল তারা আবার নাট্যমেলার আয়োজন করেছে।
নেতাজীনগর সরস্বতী নাট্যশালা তাদের মধ্যে অন্যতম। তাদের চতুর্থবর্ষের ” সরস্বতী নাট্যোৎসব ২০২০ ” চতুর্থ ও শেষ পর্যায় অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার মুক্ত অঙ্গন রঙ্গালয়ে।
দলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌরজিৎ বসু জানালেন আগামী ৯ই মার্চ রবীন্দ্রনগর নাট্যায়ুধ-এর ” তথাগত ” নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা ৬-৩০ মিনিটে, নির্দেশনায় ডক্টর দানী কর্মকার।
আরও পড়ুনঃ ১ মার্চ থেকে টিভির পর্দায় ‘ফেলনা’
ওইদিন সন্ধ্যা ৭-৪৫ মিনিটে কলকাতা দিমুস্মৃস এর প্রযোজনা ” রাজা কাহিনী ” অভিনীত হবে, পরিচালনায় কিরীটি কাঞ্জিলাল এবং আগামী ১০ই মার্চ সন্ধ্যা ৬-৩০ মিনিটে থিয়েলাইট প্রযোজিত ” শয়তান ” নাটকটি মঞ্চস্থ হবে , নির্দেশনায় অতনু সরকার। সেদিন সন্ধ্যা ৭-৪৫ মিনিটে দক্ষিণেশ্বর কোমলগান্ধার প্রযোজিত ও শ্রী মুরারি মুখোপাধ্যায় নির্দেশিত ” রাত বিরেতে ” নাটকটি অভিনীত হবে। এই সবকটি নাটকের কোন প্রবেশমূল্য নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584