নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ওড়িশায় ৪০ টি দলিত পরিবারকে সামাজিক বয়কট করা হল। অপরাধ একটাই, অন্যের বাড়ি থেকে ফুল তোলা। ১৫ বছরের এক কিশোরীর অপরাধ ছিল যে, সে উঁচু সম্প্রদায়ের মানুষের বাড়ি থেকে ফুল তুলেছিল। সেই কারণে ওড়িশার ঢেঙ্কানল জেলায় ৪০ টি দলিত পরিবারকে সম্পূর্ণ সামাজিক বয়কট করেছে গোটা গ্রাম।
কাঁতিও কাতেনি গ্রাম গত দু’সপ্তাহ ধরে এভাবেই দলিতদের সামাজিক বয়কট করে রেখেছে। স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামে প্রায় ৮০০ পরিবার বাস করে। তাদের মধ্যে ৪০ টি পরিবার তফসিলি নায়েক সম্প্রদায়ের মানুষ।
আরও পড়ুনঃ সামাজিক দায়বদ্ধতায় পিছু হটল প্রকাশক, ভারতে প্রকাশিত হবে না কপিল মিশ্রর লেখা বই
ওই কিশোরীর বাবা নীরঞ্জন নায়েক বলেন, সপ্তাহ দুয়েক আগে উচ্চ শ্রেণীর এক পরিবারের বাগান থেকে তাঁর মেয়ে ফুল তুলেছিল। ঘটনার পর ওই পরিবারের কাছে ক্ষমাও চাওয়া হয়। কিন্তু তাতেও রেহাই হয়নি। শেষপর্যন্ত তাদেরকেও সমাজিক বয়কট করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584