উপ স্বাস্থ্যকেন্দ্র জবরদখল মুক্ত হলো বিডিও সহ জনপ্রতিনিধিদের উদ্যোগে

0
67

সজিবুল ইসলাম,মুর্শিদাবাদঃ

জলঙ্গী ব্লকের সাহেব নগর অঞ্চলের চর কাকামারী উপস্বাস্থ্য কেন্দ্রে জবরদখল করে বসবাস করছিলেন জাহাঙ্গীর সেখ নামে এক ব্যক্তি দীর্ঘ কয়েক বছর ধরে। জলঙ্গীর চর কাকমারী উপ স্বাস্থ্যকেন্দ্র বারো বছর আগে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে তৈরি করা হলেও সেটা চালু হয়নি।এই উপ স্বাস্থ্য কেন্দ্র চালু করার দাবিতে একাধিক বার ব্লক আধিকারিক সহ জনপ্রতিনিধি দের কাছে আবেন জানায় ।তার পরে এদিন জলঙ্গী বিডিও শোভন দাস,এস ই ও ইকবাল হোসেন , বি এল আর ও নীলাঞ্জন দাস সহ একটি টিম ও সাহেব নগর গ্রাম পঞ্চায়েত প্রধান তামান্না ইয়াসমিন ,বিশিষ্ঠ সমাজসেবী সালাউদ্দিন সরকার লিটন সকলে কাকমারি উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরিদর্শন করেন। সেই জবরদখল করা ব্যক্তির সঙ্গে কথা বলেন তাঁরা এবং ওই ঘর ছেড়ে দেন  তিনি।  আজকে থেকেই উপস্বাস্থ্য কেন্দ্র কাজকর্ম  শুরু হল।  উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে তাহেরা খাতুন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল সহ তিনজন নার্স-এর উপর।  বিডিও শোভন দাস নিজের হাতে উপস্বাস্থ্য কেন্দ্রের চাবি তুলে দেন তাহেরা খাতুন এর হাতে।

নিজস্ব চিত্র

অন্যান্য উপস্বাস্থ্যকেন্দ্রের মতন সমস্ত সুযোগ সুবিধা এখানকার জনসাধারণ পাবেন বলে জানান বিডিও শোভন দাস। গ্রাম পঞ্চায়েত প্রধান তামান্না ইয়াসমিন বলেন আমরা দীর্ঘদিন ধরে এই উপস্বাস্থ্য কেন্দ্রে কে চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম অবশেষে বিডিও এবং দলের উদ্যোগে এবং  রাজ্য সরকারের উদ্যোগে কাকমারি উপস্বাস্থ্য কেন্দ্র চালু হলো। উপ স্বাস্থ্য কেন্দ্রটি চালু করতে পারে খুবই ভালো লাগছে। জলঙ্গীর বিশিষ্ট সমাজসেবী সালাউদ্দিন সরকার লিটন বলেন আমরা এলাকাবাসী হিসেবে দীর্ঘ দিন ধরে চেষ্টা করে অবশেষে  বিধায়ক আব্দুর রাজ্জাক সহযোগিতায় ও ব্লক আধিকারিকদের চেষ্টায় মানুষের সেবায় সাস্থ্য কেন্দ্র চালু হলো।

আরও পড়ুনঃ জলঙ্গির প্রত্যন্ত এলাকায় উদ্বোধন হল বেসরকারি হেলথকেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার

এই উপস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় খুশি এলাকায় মানুষজন বলে জানালেন স্থানীয় বাসিন্দা ডলার।দীর্ঘ দিনের সমস্যার অবসান ঘটিয়ে চিকিৎসা পরিষেবা চালু হলো এতে  বিশেষ করে উপকৃত হবেন এলাকার প্রসূতি মায়েরা। আগে প্রসূতি মায়েদের বিভিন্ন সমস্যার জন্য দীর্ঘ সাত থেকে দশ কিলোমিটার পথ পেরিয়ে সাস্থ্য কেন্দ্র যেতে হতো।সেটা এখন বাড়ির কাছে পাবে তাতে খুশি এলাকার বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here