এনআরএসের পুনরাবৃত্তি আরজিকরেও! বন্ধ মেল মেডিসিন বিভাগ,৪৫ চিকিৎসক-নার্স কোয়ারেন্টাইনে

0
47

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এনআরএস হাসপাতালের মত একই ভুলের পুনরাবৃত্তি ঘটল আরজিকর হাসপাতালেও। করোনা উপসর্গের সম্ভাবনা জেনেও শনিবার আরজিকর হাসপাতালে ২ জনকে ভর্তি নেওয়া হয়েছিল মেল মেডিসিন বিভাগে।

RG Kar College | newsfront.co
প্রতীকী চিত্র

সূত্রের খবর, ২ জনেরই করোনা পজিটিভ পাওয়া গিয়েছে, ইতিমধ্যে মৃত্যুও হয়েছে বেলগাছিয়ার বাসিন্দা হজ থেকে ফেরা এক বৃদ্ধের। তড়িঘড়ি হাসপাতালের মেডিসিন ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। ৪৫ জন চিকিৎসক-নার্সকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।

আরও পড়ুনঃ স্বাস্থ্যকর্মীরা পরীক্ষার জন্য বাড়িতে গেলে সহযোগিতা করুন, আবেদন মুখ্যমন্ত্রীর

আরজিকর হাসপাতাল সূত্রের খবর, হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের পরীক্ষা করা হচ্ছে। গোটা বিষয়টির উপর নজর রেখেছে স্বাস্থ্যভবন।ওয়ার্ডের অন্য রোগীদের অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন ওই ওয়ার্ডে চলছে জীবাণুমুক্তকরণের কাজ।

পরবর্তী পদক্ষেপের মধ্যে কোন কোন চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর পরীক্ষা করা হবে, কাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে, রোগী কল্যাণ সমিতির সঙ্গে সেই নিয়ে বৈঠক করে স্বাস্থ্য ভবনকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই এই একই ভুল করায় সংক্রমণের আশঙ্কায় এনআরএস-এর ঘটনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৮১ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। পরে অবশ্য সবার রিপোর্ট নেগেটিভ আসে।

জানা গিয়েছে, আরজিকরের ওই মেল মেডিসিন ওয়ার্ডে ১০ জন রোগী ছিলেন। তাঁদেরও লালারসের নমুনা টেস্টের জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আরজি কর হাসপাতালের অধ্যক্ষ ডা. শুদ্ধোদন বটব্যাল বলেন, ‘ মৃত ওই রোগী এবং জীবিত রোগীর একাধিক উপসর্গ ছিল। তাই প্রথমদিকে সন্দেহ হয়নি। পরে সন্দেহ হওয়ায় তাঁর লালারসের নমুনা টেস্টের জন্য পাঠানো হয়। আমরা সতর্ক রয়েছি এবং স্বাস্থ্যভবনের নির্দেশ মেনে চলছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here