মোহনা বিশ্বাস, কলকাতাঃ
বর্ষসেরায় বর্ষশুরু সিনেমার সমাবর্তন ২০২০। ১২ জানুয়ারি, রবিবার সকাল সাড়ে ৯টায় প্রিয়া সিনেমা-য় অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
আর তার আগেই ৬ জানুয়ারি, সোমবার নন্দনে হয়ে গেল সিনেমার সমাবর্তন ২০২০-র সাংবাদিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী, অভিনেত্রী ও পরিচালক চূর্ণী গাঙ্গুলী, পরিচালক সৃজিত মুখার্জী, সুচন্দ্রা ভানিয়া, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সেক্রেটরী নির্মল ধর প্রমুখ। এবছর সিনেমার সমাবর্তনের থিম সান্তাক্লজ।
২০১৯-এ মুক্তি পাওয়া ১৪১টি বাংলা ছবি থেকে বাছাই করা ৪০টি সিনেমার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ‘সিনেমার সমাবর্তন ২০২০’-তে কোন কোন ছবিগুলি মনোনীত হয়েছে তাও এদিন বৈঠকে ঘোষণা করা হয়। সেরা সিনেমা হিসাবে মনোনীত সিনেমাগুলি হল ‘নগরকীর্তন’, ‘ভিঞ্চি দা’, ‘কেদারা’, ‘ঘরে বাইরে আজ’, ‘উড়োজাহাজ’, ‘তারিখ’।
মনোনীত সেরা পরিচালকের মধ্যে রয়েছেন ‘নগরকীর্তন’-এর পরিচালক কৌশিক গাঙ্গুলী, ‘ভিঞ্চি দা’-এর পরিচালক সৃজিত মুখার্জী, ‘ঘরে বাইরে আজ’-এর পরিচালক অপর্ণা সেন, ‘উড়োজাহাজ’-এর পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর পরিচালক ধ্রুব ব্যানার্জী এবং ‘তারিখ’-এর পরিচালক চূর্ণী গাঙ্গুলী। সেরা অভিনেতা হিসাবে মনোনীত হয়েছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, প্রসেনজিৎ চ্যাটার্জী, শিবপ্রসাদ মুখার্জী, কৌশিক গাঙ্গুলী এবং ঋদ্ধি সেন। সেরা অভিনেত্রী হিসাবে মনোনীত হয়েছেন কনীনিকা ব্যানার্জী, অনুসূয়া মজুমদার, রাইমা সেন, শুভশ্রী গাঙ্গুলী, পাওলি দাম, জয়া আহসান।
সেরা সহযোগী অভিনেতা হিসাবে মনোনীত হয়েছেন শুভময় চ্যাটার্জী, অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্ত, যীশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ। সেরা সহযোগী অভিনেত্রী হিসাবে মনোনীত হয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, দামিনী বেন্নি বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জী এবং লিলি চক্রবর্তী। সেরা সঙ্গীত পরিচালক হিসাবে মনোনীত হয়েছেন অনুপম রায় ও প্রসেন, অনুপম রায়, প্রসেন ও অনিন্দ্য চ্যাটার্জী, প্রবুদ্ধ ব্যানার্জী, অর্কপ্রভ মুখার্জী, অনির্বাণ দাস ও তন্ময় সরকার। এছাড়াও সেরা স্ক্রিনপ্লে, সেরা সিনেমাটোগ্রাফার, সেরা প্লেব্যাক সিঙ্গার সহ আরও বেশ কয়েকটি বিভাগে মনোনীত হয়েছেন অনেকেই।
সবমিলিয়ে প্রতিবছরের মতো এবছরও মোট ২৫টি বিভাগে সেরাদের পুরস্কৃত করা হবে। এছাড়াও এই অনুষ্ঠানে এবছর জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক সৌমেন্দু রায়কে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব নির্মল ধর। অতএব, ১২ জানুয়ারি একঝাঁক তারকার উপস্থিতিতে আলোকিত হতে চলেছে প্রিয়া সিনেমা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584