এটিএম থেকে লোপাট চল্লিশ হাজার টাকা

0
124

সিমা পুরকাইত , দক্ষিন ২৪ পরগনাঃ

আবারও চল্লিশ হাজার টাকা এটিএমের প্রতারণার শিকার ফুলসুরা বিবি নামে এক মহিলা । ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগণার বজবজ থানার পোপপাড়ি মোড়ে একটি রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্কের এটিএমের (এইচডিএফসি ) ।ফুলসুরা বিবি মহেশতলার সন্তষ পুরের বাসিন্দা । অভিযোগ নোদাখালি থানার বিড়লা মোড়ে বাপের বাড়ি গিয়ে ছিলেন, ফেরার পথে এইচ ডি এফসি রাষ্টয়াত্ব ব্যাঙ্কের এটিএমের মধ্যে টাকা তোলার জন্য যান।ফুলসুরা বিবির পিছু নেই এক অচেনা ব্যক্তি।

ঐ ব্যক্তি এটিএমের মধ্যে ও প্রবেশ করে ফুলসুরা বিবি যখন গোপন নম্বর ব্যবহার করেন তখন দেখে নেই। ঐ অচেনা ব্যাক্তি ফুলসুরা বিবির হাতে থেকে এটিএম কার্ড টি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ।ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে ফুলসুরা বিবি ওই রাষ্টয়াত্ব ব্যাঙ্কে যোগাযোগ করে ততক্ষণে কুড়ি হাজার টাকা উঠে যায় ফুলসুরা বিবির ফোনে ম্যাসেজ আসে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বজবজ তদন্ত কেন্দ্রে পাঠাই । বেশ কিছু সময়ের পর কুড়ি হাজার টাকা তুলে নেই। সমস্ত বিষয়টি লিখিত অভিযোগ দায়ের করেন ফুলসুরা বিবি। তদন্তে নেমে বজবজ তদন্ত কেন্দ্রের অফিসারেরা। এইচডিএফসি এটিএমের মধ্যে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন । ব্যক্তিটিকে চিহ্নিত করা হচ্ছে।

আরও পড়ুনঃ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি বুথ সভাপতি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here