নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ শহরের সিঙ্গাতলা এলাকার চার নম্বর ওয়ার্ডে মে দিবস পালিত হলো। ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন ও বামফ্রন্টের সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে মে দিবস পালন করা হয়।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মে দিবসের সূচনা করেন ফরওয়ার্ড ব্লকের ইংরেজবাজার জোনের সম্পাদক প্রকাশ দাস। এছাড়াও দুটি সংগঠনের পক্ষ থেকে ইংলিশ বাজার শহরের সিঙ্গাতলা এলাকার চার নম্বর ওয়ার্ডে গরীব দুঃস্থ শ্রমিকদের চাল ডাল আলু পেঁয়াজ তেল সয়াবিন দেওয়া হয়।
আরও পড়ুনঃ দ্রুত করোনা টেস্টের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলির থেকে ভাইরাস টেস্ট-মেশিন চাইল স্বাস্থ্য দফতর
বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত সাতদিন ধরে হ্যান্ডগ্লাভস প্রদান করা হচ্ছে। বামফ্রন্টের পক্ষ থেকে সারা ভারতে তারা স্যানিটাইজার, মাক্স, হ্যান্ড গ্লাভস ইত্যাদি বিলি করেছে।
ফরওয়ার্ড ব্লকের ইংরেজবাজার জোনের সেক্রেটারি প্রকাশ দাস জানান, তারা বামফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র সাধারণ মানুষ, শ্রমিকদের কাছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584