নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পাঁচ দফা দাবি নিয়ে জেলাশাসকের হাতে দাবিপত্র তুলে দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক মালদহ জেলা কমিটি।সংগঠনের পক্ষ থেকে জেলা শাসক রাজর্ষি মিত্রের হাতে তুলে দেওয়া হল একটি দাবিপত্র। এদিন সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী আন্দোলনে সামিল হন কর্মীরা। পরে জেলা শাসকের হাতে পাঁচ দফার একটি দাবিপত্র তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ প্রতীকী বিক্ষোভ বিজেপি যুব মোর্চার
এই বিষয়ে সংগঠনের জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্র জানান, ‘কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে জিডিপির ৫ শতাংশ করোনা মোকাবিলায় রিলিফ প্যাকেজ হিসেবে ঘোষণা করতে হবে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে দেশজুড়ে বিনামূল্যে রেল পরিষেবা চালু করতে হবে। আগামী ৬ মাস প্রতিটি পরিবারকে বিনামুল্যে রেশন দিতে হবে।’ এদিন তারা জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই দাবি পেশ করেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584