নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
রেল লাইনের ধার থেকে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রেল পুলিশ। মালদা মেডিকেলে চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু হয় তার।ঘটনায় খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার।বুধবার গভীর রাতে পুরাতন মালদা রেল স্টেশন চত্বর এলাকায় ঘটনাটি ঘটেছে।মালদা থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম বিপ্লব মন্ডল(২৪)। পেশায় রিক্সা চালক।বাড়ি পুরাতন মালদা পুরসভার দুই নম্বর ওয়ার্ডের বিভরপুর এলাকায়। গত এক বছর আগে তার বিয়ে হয়।বাবা অনন্ত মন্ডল পেশায় সবজি বিক্রেতা।
জানা গিয়েছে বুধবার বিকেলে টোটো নিয়ে বাড়ি থেকে বের হয় বিপ্লব। গভীর রাত হলেও বাড়ী না ফিরলে ফোন করে পরিবারের লোকেরা।একাধিকবার ফোন করার পরেও উত্তর না মেলায় পরিবারের লোকেরা খুঁজতে বের হয়।সেই সময় পুরাতন মালদা রেল স্টেশনের কাছে টোটোটি দেখতে পায় পরিবারের লোকেরা।কিন্তু বিপ্লবের খোঁজ পায়না।পরে অবার তার মোবাইলে ফোন করলে রেল পুলিশ ফোন ধরে।পরিবারের লোকেদের জানায় বিপ্লব রেল লাইনের ধারে জখম অবস্থায় পড়ে রয়েছে।
আরও পড়ুনঃ মানসিক ভারসাম্যহীন মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পরিবারের লোকেরা ছুটে গিয়ে পুরাতন মালদা স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের ধার থেকে উদ্ধার করে।গুরুতর জখম আবস্থায় তাকে মালদা মেডিকেলে নিয়ে যায়।চিকিৎসাধীন আবস্থায় বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয়। পরিবারের লোকেদের দাবী কেউ বা কারা তাকে খুন করেছে। কারণ বাড়িতে কোন বিবাদ ছিলনা যে সে আত্মহত্যা করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584