হরষিত সিং, মালদহঃ
বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের খোসালপুর এলাকায়।উদ্ধার বোমাগুলি রবিবার সকালে নিষ্ক্রিয় করল জেলা বোমস্কোয়াড।শনিবার সন্ধ্যায় ঐ এলাকার একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে পাঁচটি বালতি ও সাতটি জারিকেনে মোট ১৬৫ টি তাজা বোমা উদ্ধার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
যদিও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।দুষ্কৃতীদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
পুজোর মুখে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধারের ঘটনায় শনিবার বিকেল থেকে আতঙ্ক ছড়িয়েছে মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত বখরাবাদ গ্রাম পঞ্চায়েত খোসালপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,পাঁচটি বালতি ও সাতটি জ্যারিকেনে মোট ১৬৫ টি কৌটো ও দড়ি বোমা খোসালপুরের ওই মাঠ থেকে পাওয়া গিয়েছে।
রবিবার সকালে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বম্ব স্কোয়াড বাহিনীও দমকলকর্মীরা ছাড়া মালদা জেলা ডেপুটি পুলিশ সুপার(হেড কোয়াটার)বিপুল মজুমদার,বৈষ্ণবনগর থানার আইসি সঞ্জয় বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছায়।পুজোর মুখে সীমান্ত লাগোয়া মাঠ থেকে বোমা উদ্ধারের ঘটনায় বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
আরও পড়ুনঃ ড্রেন থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584