পিয়ালী দাস, বীরভূমঃ
বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত নাংগুলিয়া গ্রাম, গ্রাম লাগোয়া একটু দূরেই রয়েছে লাংগুলিয়া উচ্চ বিদ্যালয় ও সানসাইন একাডেমী নামে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। দুই স্কুল এর মাঝে রয়েছে একটি খেলার মাঠ, আর এই মাঠের মধ্যে রাতের অন্ধকারে চলছিল বোম বাধার কাজ। আজ ভোর রাতে সেখানে বসেই বোম বাধছিল কয়েকজন দুষ্কৃতী। সূত্রের খবর হঠাৎই ফেটে যায় কিছু বোম এবং সঙ্গে সঙ্গে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বোমের আওয়াজে কেঁপে ওঠে গোটা গ্রাম। আওয়াজ শুনে ছুটে আসে গ্রামবাসীরা, এসে দেখতে পায় গাছে ঝুলছে বোম বাধার সামগ্রী এবং নিচে সাজানো রয়েছে কয়েকটি তাজা বোমা ।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশেকে , পুলিশ আসে এবং বোমা গুলিকে উদ্ধার করে।
যদিও এখনো অব্দি জানা যায়নি কারা যুক্ত ছিল এই বোমা বাঁধার সাথে। কি কারণেই বা বোমা বাধা হচ্ছিল এখানে, কারণ এখনও স্পষ্ট নয়। কেউ কেউ মনে করছে রাজনৈতিক উদ্দেশ্যেই বাধা হচ্ছিল এই বোমা, কারণ সাম্প্রতিক কালে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে রাজনৈতিক গন্ডগোল নিয়ে বোমাবাজি। আবার অনেকে বলছে রাজনৈতিক উদ্দেশ্যে নয় পাশেই থাকা বালি ঘাটের দুষ্কৃতীদের কু-কর্ম এইটা। সমস্ত দিক খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ।
আরও পড়ুনঃ রাত দুপুরে চুরি হল লক্ষাধিক টাকা ও গয়না
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584